নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে নারী বিশ্বকাপ। জমজমাট লড়াই হলেও যেখানে শেষ হাসি ভারতের। প্রথমবারের মতো এই শিরোপা জিতেছে তারা। পুরস্কার হিসেবে পেয়েছে মোটা অঙ্কের প্রাইজমানি।
রোববার রাতে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ঘরের মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৯৮ রান করে ভারত। জবাবে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।
প্রথমবারের মতো শিরোপা জয়ের পথে মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছেন স্মৃতি মান্ধানারা। আগেই জানা গিয়েছিল পুরস্কারের অঙ্কটা ছেলেদের বিশ্বকাপের চেয়েও বেশি! এমনকি নারী বিশ্বকাপ ফুটবলের চেয়েও বেশি!
এবারের আসরে মোট পুরস্কার ধরা হয় ১৩.৮৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা। ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় যা প্রায় চার গুণ বেশি। এমনকি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।
এবারের চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পেয়েছে ৪.৪৮ মিলিয়ন ডলার বা বাংলাদেশী মুদ্রায় ৫৪ কোটি ২৬ লাখ টাকা। অথচ গত ২০২২ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১.৩২ মিলিয়ন ডলার বা ১৪.৫২ কোটি টাকা।
রানার্স আপ দক্ষিণ আফ্রিকার পকেটেও ঢুকেছে বিশাল অঙ্কের অর্থ। তারা পেয়েছে ২.২৪ মিলিয়ন ডলার বা ২৫ কোটি ১৩ লাখ টাকা। সেমিফাইনাল খেলা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডও পেয়েছে ১.১২ মিলিয়ন ডলার বা প্রায় ১৩ কোটি টাকা করে।
পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পেয়েছে ৭ লাখ ডলার করে, আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল ২ লাখ ৮০ হাজার ডলার করে প্রাইজমানি পেয়েছে। আর আসরে অংশ নেয়া আট দলই পাচ্ছে ২ লাখ ৫০ হাজার ডলার।
একই সাথে প্রতিটি গ্রুপপর্ব জয় বাবদ অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার করে দিয়েছে আইসিসি। বাংলাদেশ সপ্তম হওয়ায় পাচ্ছে ২.৮০ লাখ ডলার। এছাড়া পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার।
সব মিলিয়ে এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার পাচ্ছে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের চ্যাম্পিয়ন নারী দলকে আরো বড় সুখবর দিয়েছে। জানিয়েছে, শিরোপাজয়ী দলকে ৫১ কোটি রুপি বা ৭০ কোটি ৪৪ লাখ টাকা দেয়া হবে বোর্ডের পক্ষ থেকে।
 


