সীমিত ওভারের সিরিজ খেলতে অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন এই সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টির পৃথক দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
দুই সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করবেন শাই হোপ। যেখানে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন আকিম অগাস্ট। এভিন লুইসের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তিনি।
এদিকে গোদাকেশ মোতি ও রোস্টন চেজের সাথে তৃতীয় স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন খারি পিয়েরে। কিছুদিন আগেই ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে তার।
এদিকে সিপিএলে ভালো খেলার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হয়েছেন বাঁহাতি পেসার রামন সিমন্ডস ও উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গো।
এই মুহূর্তে ভারতে অবস্থান করছে ক্যারিবীয়রা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসবে তারা। চলতি মাসের ১৮ তারিখ শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচ হবে ঢাকায়। আর টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর গড়াবে ম্যাচগুলো।
ওয়ানডে স্কোয়াড
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গো, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পিয়েরে, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
টি-টোয়েন্টি স্কোয়াড
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, আকিম অগাস্ট, রস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গো, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মুটি, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, রামন সিমন্ডস।