মোস্তাফিজসহ এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ৫ বোলার

সমান ৯টি করে উইকেট নিয়ে পরের তিনটি স্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকী, বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও পাকিস্তানের হারিস রউফ।

নয়া দিগন্ত অনলাইন
এশিয়া কাপে সর্বোচ্চ শিকারী হয়েছেন চ্যাম্পিয়ন ভারতের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব
এশিয়া কাপে সর্বোচ্চ শিকারী হয়েছেন চ্যাম্পিয়ন ভারতের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

১৭ উইকেট নিয়ে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে সর্বোচ্চ শিকারী হয়েছেন চ্যাম্পিয়ন ভারতের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব। ৭ ইনিংসে ২৫.১ ওভার ব্যাট করে ১৫৮ রানে ১৭ উইকেট শিকার করেছেন কুলদীপ।

এশিয়া কাপের ইতিহাসে এক আসরে (ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে) সর্বোচ্চ উইকেট শিকারে শ্রীলঙ্কার সাবেক রহস্যময়ী স্পিনার অজন্তা মেন্ডিসের রেকর্ড স্পর্শ করেন কুলদীপ। ২০০৫ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের ৫ ইনিংসে ১৭ উইকেট নিয়েছিলেন মেন্ডিস।

এবারের আসরে কুলদীপের সেরা বোলিং ফিগার ছিল ২.১ ওভারে ৭ রানে ৪ উইকেট। এ ছাড়া ফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেট শিকার করেছেন তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে ৪ ওভারে ৩০ রান দেন কুলদীপ।

টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন রানার্স-আপ পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। ২৪.৫ ওভার বল করে ১৬৪ রান খরচ করেন আফ্রিদি। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট নিয়ে এবারের আসরে সেরা বোলিং করেন তিনি।

সমান ৯টি করে উইকেট নিয়ে পরের তিনটি স্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকী, বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও পাকিস্তানের হারিস রউফ। জুনায়েদ ৯ ওভারে ৫৭, মোস্তাফিজ ২৩ ওভারে ১৭১ এবং রউফ ১৮.২ ওভারে ১৬৫ রান দেন। তাদের মধ্যে মাত্র ৩ ম্যাচ খেলেছেন জুনায়েদ।

এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট নেয়া শীর্ষ পাঁচ বোলার-

বোলার ম্যাচ ইনিংস ওভার ওান উইকেট

কুলদীপ যাদব (ভারত) ৭ ৭ ২৫.১ ১৫৮ ১৭

শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) ৭ ৭ ২৪.৫ ১৬৪ ১০

জুনায়েদ সিদ্দিকী (সংযুক্ত আরব আমিরাত) ৩ ৩ ৯.০ ৫৭ ৯

মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৬ ৬ ২৩ ১৭১ ৯

হারিস রউফ (পাকিস্তান) ৫ ৫ ১৮.২ ১৬৫ ৯