সদ্যই আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করেছে বাংলাদেশ। তবে সেই উপলক্ষ উদযাপনের খুব একটা সুযোগ পাচ্ছেন না সাইফ-তাসকিনরা। আবারো নামতে হচ্ছে মাঠে। তবে এবার ভিন্ন ফরম্যাটে, ওয়ানডেতে।
ওয়ানডেতে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না মোটেও। সর্বশেষ ১১ ম্যাচে জয় মাত্র ২টি। আর শেষ ৯ সিরিজের মাত্র ১ বার জিতেছে বাংলাদেশ। ২০০৬ সালের পর র্যাঙ্কিংয়েও ১০ নম্বরে নেমে গেছে টাইগাররা।
এই অবস্থায় বাংলাদেশ আছে একটা শঙ্কাতেও, ২০২৭ সালের মার্চের ৩১ তারিখের মাঝে র্যাঙ্কিংয়ের সের ৯ দলের ভেতর না থাকলে সরাসরি বিশ্বকাপ খেলা হবে না, পাড়ি দিতে হবে বাছাইপর্ব। তাই প্রতিটি সিরিজই এখন বেশ চ্যালেঞ্জিং।
এই মুহূর্তে ১০-এ অবস্থান করা টাইগারদের রাঙ্কিংয়ে উন্নতি করতে চাইলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। তবে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অধিনায়ক মেহেদী মিরাজ। জানান, আত্মবিশ্বাসী তিনি।
মিরাজ বলেছেন, ‘অবশ্যই আমি অনেক আত্মবিশ্বাসী দল নিয়ে। যেহেতু সবাই খেলার ভেতর আছে। আমরা টি-টোয়েন্টি সিরিজ খেলেছি। অনেক প্লেয়ার আছে টি-টোয়েন্টিতে খেলেছে, তারা কন্ডিশন সম্পর্কে ভালো জানে। আমি আত্মবিশ্বাসী এই সিরিজ নিয়ে।’
মিরাজ আরো বলেন, ‘আমাদের জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। এই সিরিজও গুরুত্বপূর্ণ। আমরা ওডিআই একটু কম খেলেছি। আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা হয়নি, এই জায়গাতেই স্ট্রাগল করছি।’
ওয়ানডেতে শেষ কয়েকটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। খেলতে পারেনি পুরো ৫০ ওভার। বিষয়টি নিয়ে ভাবছেন মিরাজও। বলেন, ‘ব্যাটসম্যানরা প্ল্যান করছি কিভাবে ফিফটি ওভার খেলতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের মিডলঅর্ডার ও টপঅর্ডারের ব্যাটারদের ইনিংস কিভাবে বড় করা যায় সেটা নিয়ে কাজ করছি। আশা করি সমস্যা সমাধান করতে পারব এবং এই সিরিজ দিয়ে কামব্যাক করতে পারব।’
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়বে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ।