বিপিএল শুরুর আগের দিন অঘটন, চট্টগ্রামের মালিকানা নিলো বিসিবি

এবার চট্টগ্রামের মালিকানা পেয়েছিল ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান। শুরু থেকেই এ কোম্পানিকে দল দেয়া নিয়ে সমালোচনা ছিল। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেয়ার কথা থাকলেও তা–ও দেয়নি।

নয়া দিগন্ত অনলাইন
চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা
চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা |সংগৃহীত

আগামীকাল শুক্রবার শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। এর ঠিক আগমুহূর্তে আর্থিক জটিলতার কারণে ঘটল এক অঘটন। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। ফলে এমন পরিস্থিতিতে দলটির মালিকানা বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ বিসিবি বরাবর পাঠানো এক চিঠিতে জানান, আর্থিক সমস্যার কারণে তারা বিপিএলে অংশ নিতে আগ্রহী নন। পরবর্তীকালে বিসিবি চট্টগ্রাম দলের দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, দলের সিনিয়র খেলোয়াড় ও কোচিং স্টাফের সাথে বৈঠক শেষে বিসিবি চট্টগ্রাম রয়্যালসের মালিকানা গ্রহণ করেছে।

এবার চট্টগ্রামের মালিকানা পেয়েছিল ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান। শুরু থেকেই এ কোম্পানিকে দল দেয়া নিয়ে সমালোচনা ছিল। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেয়ার কথা থাকলেও তা–ও দেয়নি।

ফলে দলটির বিদেশী ক্রিকেটাররাও আসতে চাইছিলেন না। তাই রয়্যালসের তিন বিদেশী ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তারা হলেন– পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের টপ অর্ডার ব্যাটার পল স্টার্লিং ও শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটার নিরোশান ডিকভেলা।

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির ভেতরের অস্থিরতা এখানেই শেষ নয়। শুরুতে তারা প্রধান কোচ হিসেবে মুমিনুল হকের নাম ঘোষণা করলেও পরে সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকার কোচ জাস্টিন মাইলস ক্যাম্পকে দায়িত্ব দেয়ার কথা জানায়। তবে বিপিএল শুরুর একদিন আগেও কোচ ক্যাম্পের বাংলাদেশে আগমন ঘটেনি।

ফলে এখন থেকে চট্টগ্রাম রয়্যালসের সবকিছু দেখভাল করবে বিসিবি। এমনকি ইতোমধ্যে বন্দর নগরীর দলটির স্কোয়াডে বিদেশী ক্রিকেটার ও কোচ ভেড়ানোর তোড়জোড়ও শুরু হয়েছে বলে জানা গেছে। বিসিবি দল বুঝে নেয়ার খবরটি খেলোয়াড়দের জন্যও স্বস্তির বিষয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় বিপিএলের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। আর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস।

চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড : নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম, মির্জা তাহির বেগ।