সময়ের সাথে সাথে ভয়ঙ্কর হয়ে উঠছে আফগানিস্তান। আগেও দেখা গেছে তার ঝলক। বিশ্বকাপকে সামনে রেখে আরো তেজোদ্দীপ্ত হয়ে উঠেছে আফগানরা। যেমনটা দেখা গেল গতরাতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১৯ জানুয়ারি) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের ৩৮ রানে হারিয়েছে আফগানরা। ১৮২ রানের লক্ষ্য তাড়ায় ১৪৩ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। তবে ইনিংসের শুরুটা ভালো হয়নি আফগানদের। মাত্র ১৯ রানের মধ্যেই প্রথম তিন ওভারে দুই উইকেট হারায় তারা।
এরপর ইব্রাহিম জাদরানের সাথে মিলে পরিস্থিতি সামলে নেন দারবিশ রাসোলি। তৃতীয় উইকেটে দু'জন মিলে গড়েন ১৬২ রানের দুর্দান্ত জুটি, যা ম্যাচের গতিপথ পাল্টে দেয়। দু'জনই তুলে নেন অর্ধশতক।
জাদরান ৫৬ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় করেন সর্বোচ্চ ৮৭ রান। অন্যদিকে দারবিশ রাসোলি ৫৯ বলে ৮৪ রান করেন, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্ক। তাতে ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান করে আফগানিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে আফগান বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেট হারিয়ে তারা তুলতে পারে মাত্র ১৪৩ রান। কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি।
দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩০ রান করেন কুইন্টন স্যাম্পসন। এছাড়া গুদাকেশ মোতি (২৮), জনসন চার্লস (২৭) ও ম্যাথিউ ফোর্ড (২৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
আফগানদের হয়ে জিয়াউর তুলে নেন ৩ উইকেট।
আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ
লক্ষ্য তাড়া করতে নেমে আফগান বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেট হারিয়ে তারা তুলতে পারে মাত্র ১৪৩ রান। কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি।



