তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে ক্যারিবীয়রা।
টি-টোয়েন্টিতে ভালো সময় পার করছে বাংলাদেশ। হাতছানি দিচ্ছে টানা পাঁচ টি-টোয়েন্টি সিরিজ জয়ের। যে রেকর্ড আগে কখনো গড়া হয়নি টাইগারদের।
২০২২-২৩ মৌসুমে টানা চার সিরিজে আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু পঞ্চম সিরিজে তারা ১-১ ব্যবধানে ড্র করেছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে।
সেই রেকর্ড এবার ভাঙার সুযোগ বাংলাদেশের সামনে। আজ সিরিজের প্রথম ম্যাচ জিতে সেই পথে অনেকটাই এগিয়ে যেতে চায় টাইগাররা। তবে এই ম্যাচে টসে জেতা হয়নি, টসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা।
বাংলাদেশ এই ম্যাচে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে মাঠে নেমেছে। দুই স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। পেসার হিসেবে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
অন্যদিকে আগের সিরিজে নেতৃত্ব দেয়া জাকের আলি নেই আজকের ম্যাচে, বাদ পড়েছেন একাদশ থেকে। একাদশে নেই পারভেজ ইমনও। তবে টিকে গেছেন তাওহীদ হৃদয়।
বাংলাদেশ একাদশ : তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামিম পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।



