এবার বিশ্বকাপে বিতর্ক, হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

নয়া দিগন্ত অনলাইন
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে হাত মেলাননি বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সাথে
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে হাত মেলাননি বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সাথে |ইন্টারনেট

খেলার মাঠে রাজনীতি মিশেছে আগেই, এবার তার ঝলক দেখা গেল অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। টসের সময় আজ হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের ক্রিকেটার। তাতেই আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেটপাড়া।

আজ শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বুলাওয়েতে টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়েছে জুনিয়র টাইগাররা।

তবে খেলা মাঠে গড়ানোর আগেই দেখা মিলল প্রতিদ্বন্দ্বিতার। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে হাত মেলাননি বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সাথে। এড়িয়ে যান আনুষ্ঠানিকতা।

বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম তৈরি না হওয়ায় তিনি সহঅধিনায়ককে টস করতে পাঠান। বাংলাদেশের সহঅধিনায়কের সাথে করমর্দন করেননি আয়ুশ। অবশ্য আবরারও হাত মেলানোর উদ্যোগ নেননি।

এর আগে, এমন ঘটনায় বিতর্ক ছড়িয়েছে গত এশিয়া কাপে। ভারত ও পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে এমন দৃশ্য ছিল নিয়মিত। সেখানে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আগার সাথে হাত মেলাননি।

ভারতের অন্য ক্রিকেটারেরাও ম্যাচ শেষে একই পথে হাঁটেন। পরে ভারত-পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেট এবং নারী ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছে। এবার তাতে যুক্ত হলো বাংলাদেশের নাম!

অবশ্য গত কয়েকদিনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে এমন ঘটনা অস্বাভাবিক ঠেকছে না মোটেও।