টানা হারে ধুঁকছে বাংলাদেশ। অনেকটাই মলিন সেমিফাইনাল স্বপ্ন। শেষ চারে ওঠার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সোমবার (২০ অক্টোবর) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নারী বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয়ের খোঁজে মুম্বাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। যেখানে টসে জিতে আগে ব্যাট করছে লঙ্কান নারীরা।
পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ। তবে এরপর হেরেছে টানা ৪ ম্যাচ। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সাথে লড়াই করলেও পাত্তাই পায়নি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে।
টানা হারে তাই সেমিফাইনালে ওঠা অনেকটাই কঠিন এখন বাংলাদেশের জন্য। তবে সুযোগ আছে এখনো। তার জন্য আজ শ্রীলঙ্কাকে হারাতে হবে টাইগ্রেসদের। তাতেই বেঁচে থাকবে সম্ভাবনা।
অন্যদিকে সব হারানো শ্রীলঙ্কাও আছে আসরে প্রথম জয়ের অপেক্ষায়। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি দলটা। বাংলাদেশের সাথে তাই ঝাঁপিয়ে পড়বে নিজেদের সেরাটা নিয়েই।
মুম্বাইয়ে বাংলাদেশ আজ মাঠে নেমেছে দুই পরিবর্তন নিয়ে। একাদশে ফিরেছেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
বাংলাদেশ একাদশ: রুবিয়া হায়দার, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, মারুফা আক্তার ও নিশিতা আক্তার।
 


