এশিয়া কাপে নিজেরা যার যার প্রথম ম্যাচ ইতোমধ্যেই খেলে ফেলেছে আরব আমিরাত ও ওমান। তবে প্রথম ম্যাচে জয়ের স্বাদ পাওয়া হয়নি কারো। তবে অপেক্ষা ঘুচতে পারে আজই, যেকোনো একদল পাবে আজ জয়ের স্বাদ।
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার মুখোমুখি হচ্ছে আরব আমিরা ও ওমান। আবু ধাবিতে দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
আরব আমিরাত এশিয়া কাপ খেলছে চতুর্থবারের মতো, তবে মোট ৯টি ম্যাচ খেলেও এখনো দেখেনি জয়ের মুখ। অন্যদিকে ওমান এবারই প্রথমবার অংশ নিয়েছে এশিয়া কাপে। তারাও আছে প্রথম জয়ের খোঁজে।
দুবাইয়ে ভারতের কাছে ৯ উইকেটের হার দিয়ে নিজেদের চতুর্থ এশিয়া কাপ শুরু করে আরব আমিরাত। আগে ব্যাট করে ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় তারা। যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড।
ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতেও সুবিধা করতে পারেনি আরব আমিরাত। ভারতের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের ৯৩ বল বাকি থাকতেই হার মানতে হয় আরব আমিরাতকে। ৯ উইকেটে জয় পায় ভারত।
অন্যদিকে বড় হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছে ওমানও। পাকিস্তানের কাছে ৯৩ রানের বড় ব্যবধানে হারে তারা। পাকিস্তানের দেয়া ১৬০ রানের লক্ষ্য তাড়ায় ১৬. ৪ ওভারে ৬৭ রানে অলআউট হয় ওমান।
এশিয়া কাপে দুই দলের এটাই প্রথম দেখা হলেও কেউ কারো অচেনা প্রতিপক্ষ নয়। দুই দল এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি খেলেছে। যেখানে ৫ জয় আরব আমিরাতের, ৪টি জিতেছে ওমান।