দিনের শুরুতেই ফিরলেন সাদমান-শান্ত

সাদমান (৭৮) ও শান্ত (১) দিনের শুরুতেই আউট হওয়ায় চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের; প্রথম ইনিংসে ৪৭৬ রানের পর এখন লিডসহ সংগ্রহ ৩৯২।

নয়া দিগন্ত অনলাইন
মিরপুর টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের
মিরপুর টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের |সংগৃহীত

সাজানো ইনিংসটাকে শতকে রূপ দিতে পারলেন না সাদমান ইসলাম। দিনের শুরুতেই ফিরেছেন তিনি। ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। চতুর্থ দিনের শুরুটা মনপুত হলো না বাংলাদেশের।

৬৯ রান নিয়ে শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন সাদমান। নতুন দিনে যোগ করলেন ৯ রান। অ্যান্ডি ম্যাকব্রিনের শিকার হয়ে ১১৯ বলে ৭৮ রানে শেষ হয়েছে তার ইনিংস।

চারে নেমে মাত্র ৫ বল খেলেই বিদায় নিতে হয়েছে শান্তকে (১)। ১ উইকেটে ১৫৬ রান নিয়ে খেলতে নেমে নতুন দিনে ১৮ রান তুলতেই ২ উইকেট হারালো বাংলাদেশ। এই মুহূর্তে সংগ্রহ ৪৩ ওভারে ১৮১/৩।

এর আগে মিরপুর টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৭৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। বিপরীতে ২৬৫ রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। ৪ উইকেট নেন তাইজুল ইসলাম।

২১১ রানের লিড পেলেও আইরিশদের ফলোঅন করায়নি টাইগাররা। নিজেরা ব্যাটিংয়ে নেমেছে। এই মুহূর্তে লিডসহ দলের সংগ্রহ পৌঁছেছে ৩৯২ রানে।