অবশেষে মুক্তি পেল ওয়েস্ট ইন্ডিজ। ভাঙল হারের বৃত্ত। টানা নয় ম্যাচে হারের পর পেল জয়ের দেখা, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ক্যারিবীয়রা।
লডারহিলে রোববার পাকিস্তানকে ২ উইকেটের হারায় শাই হোপের দল। ১৩৪ রান তাড়া করতে নেমে ইনিংসের শেষ বলে জয় পায় তারা। ফেরাহ তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা।
টি-টোয়েন্টিতে বেশ বাজে সময় কাটাচ্ছে তারা। নেতৃত্ব বদলালেও বদলায়নি চিত্র। সবশেষ তিন সিরিজেই ধবলধোলাই হয়েছে তারা। শেষ ২০ ম্যাচের ১৭টিতেই হেরেছে তারা। জয় মাত্র দুইটি।
বাংলাদেশ ও ইংল্যান্ডের সাথে তিন ম্যাচের সিরিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজেও হয় ধবলধোলাই। মাঝে কেবল জিততে পারে আয়ারল্যান্ডের সাথে একটি ম্যাচে।
টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিসরা দুই অঙ্কে যেতে পারেননি। ফখর জামান করেন ১৯ বলে ২০।
পাকিস্তানের ইনিংস গড়ে ওঠে সালমান আলী আঘা ও হাসান জুটিতে। ৩৯ বলে তারা যোগ করেন ৬০ রান। হাসান করেন ২৪ বলে ৪০, সালমান করেন ৩৮ রান। এরপর ফের ধস নামে।
শেষ ১৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। শেষ ৫ ওভারে আসেনি কোনো বাউন্ডারি। বল হাতে হোল্ডার নেন ৪ উইকেট। ২ উইকেট নেন গোদাকেশ মোতি।
লক্ষ্য পেয়েও জয় পেতে ঘাম ঝরেছে ক্যারিবীয়দের। ৭০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল তারা। শাইহোপ ২১ আর রোস্টন চেজের ১৬ কেবল বলার মতো স্কোর।
এরপর গুদাকেশ মোতির ২০ বলে ২৮ রানের ইনিংসে লড়াইয়ে টিকে থাকে স্বাগতিকরা। মোতি রান আউট হয়ে ফিরতেই ফেরেন কেসি কার্টি (৩)। ওয়েস্ট ইন্ডিজের রান ১৭ ওভার শেষে ৭ উইকেটে ৯৮।
অষ্টম উইকেটে হাল ধরে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডার। তাদের কল্যাণেই মিলেছে শেষ তিন ওভারে ৩৬ রানের সমীকরণ।
যদিও শাহিন আফ্রিদির করা শেষ ওভারের দ্বিতীয় বলে শেফার্ড এলবিডব্লিউ হলে ফের শঙ্কা জাগে। তখনো ৪ বলে দরকার ৭ রান। পরের ৩ বলে ৪ রান আসলে শেষ বলে প্রয়োজন হয় ৩ রানের।
এমন গা ছমছমে মুহূর্তে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন হোল্ডার। তাতে টানা ৬ হারের পর টি-টোয়েন্টিতে গিয়ে জয়ের দেখা পায় ক্যারিবীয়রা। একই সাথে বাঁচিয়ে রাখে সিরিজও।
৪ ওভার বল করে ১৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে বল হাতে একাই ধসিয়ে দিয়েছিলেন হোল্ডার। ব্যাট হাতেও জয় নিশ্চিত করে ভাগিয়ে নেন ম্যাচসেরার পুরস্কার।
আগামীকাল (সোমবার) ভোরে দু’দলের সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটি মাঠে গড়াবে।