বিপিএল ছাড়লেন আমির-সাইম আইয়ুব

সিলেটের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী আমিরের ৭০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। আসর ছাড়ার আগে ছয়টি ম্যাচে চারটি উইকেট নিয়েছেন আমির।

নয়া দিগন্ত অনলাইন
সিলেট টাইটান্সের হয়ে খেলেছেন এই দুই পাকিস্তানি
সিলেট টাইটান্সের হয়ে খেলেছেন এই দুই পাকিস্তানি |সংগৃহীত

হঠাৎ বিপিএল শেষ মোহাম্মদ আমিরের। পুরো আসরের চুক্তিতে আসলেও মাঝপথেই তার সাথে পথচলা শেষ করছে সিলেট টাইটান্স। এবারের আসরে আর দেখা যাবে না তাকে। যদিও তার বিদায়ে দেখা দিয়েছে রহস্য।

এবারের আসরের পুরোটা সময় সিলেট টাইটানসের হয়ে খেলার কথা ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। কিন্তু ছয়টি ম্যাচ খেলে দলকে মাঝপথে রেখেই দেশে ফিরে গেলেন তিনি।

বুধবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটানস কর্তৃপক্ষ। জানা গেছে- দুই পক্ষের সমঝোতাতেই এই সিদ্ধান্ত। তবে ঠিক কী কারণে হঠাৎ বাংলাদেশ ছেড়ে গেলেন তিনি, তা জানা যায়নি।

সিলেটের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী আমিরের ৭০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। আসর ছাড়ার আগে ছয়টি ম্যাচে চারটি উইকেট নিয়েছেন আমির।

এদিকে একইসাথে পাকিস্তানের সাইম আইয়ুবও বিপিএল ছেড়েছেন। শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে তার দেশে ফেরা। ফেরার আগে বিপিএলে চারটি ম্যাচ খেলেন তিনি। সিরিজ শেষ হলে ফের বিপিএলে যোগ দিতে পারেন আইয়ুব।