ইতিহাস গড়ার পথে মুশফিক, নভেম্বরে খেলবেন শততম টেস্ট

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে ৬ হাজারের বেশি রান করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে করা তার ২১৯ রানের ইনিংস এখনো বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট সংগ্রহ।

নয়া দিগন্ত অনলাইন
২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সিজদার মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয় উদযাপন করছেন মুশফিক। পাশে সতীর্থ সাকিব আল হাসান
২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সিজদার মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয় উদযাপন করছেন মুশফিক। পাশে সতীর্থ সাকিব আল হাসান |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে তার। লাল-সবুজের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার কীর্তি গড়তে যাচ্ছেন তিনি।

আগামী ১৮ নভেম্বর ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই তিনি হবেন দেশের প্রথম ক্রিকেটার, যিনি ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করবেন।

অবশ্য অপেক্ষা আরো বাড়তে পারতো মুশফিকুর রহিমের। ক্রিকেট আয়ারল্যান্ড চেয়েছিল, দ্বিতীয় টেস্টের বদলে একটি ওয়ানডে সিরিজ খেলতে। কিন্তু রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শেষ পর্যন্ত দুই বোর্ডই পূর্ণাঙ্গ দুই ম্যাচের টেস্ট সিরিজে সম্মত হয়। ফলে আগামী নভেম্বরে দুই টেস্টের সিরিজ খেলবে দুই দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১১ নভেম্বর সিলেটে। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৯ নভেম্বর ঢাকায়। এই ম্যাচ দিয়েই সবকিছু ঠিক থাকলে ইতিহাস গড়বেন মুশফিক।

৩৭ বছর বয়সী মুশফিক ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে লর্ডসে অভিষেক করেছিলেন। সেই ম্যাচে শচীন টেন্ডুলকারের পর তিনি ছিলেন ভেন্যুটিতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে ৬ হাজারের বেশি রান করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে করা তার ২১৯ রানের ইনিংস এখনো বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট সংগ্রহ।