দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে রদবদল

আগামী ৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ‘ডি’ গ্রুপে গত আসরের রানার্স আপ প্রোটিয়াদের অন্য তিন প্রতিপক্ষ- আফগানিস্তান, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা টিম
পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা টিম |সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেয়েছেন দুই ব্যাটার রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস। ইনজুরির কারণে ছিটকে যাওয়া টনি ডি জর্জি ও ডনোভান ফেরেইরার বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পেলেন রিকেলটন ও স্টাবস।

গত ডিসেম্বরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন টনি ডি জর্জি। এখনো ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে খেলা চলাকালীন ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান ফেরেইরা। ফলে চলতি মাসের শুরুতে ঘোষিত দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল থেকে ছিটকে যান তারা।

এসএ টোয়েন্টিতে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন রিকেলটন। এমআই কেপ টাউনের হয়ে ১০ ম্যাচে ২ সেঞ্চুরিতে ১৫৬ স্ট্রাইক রেটে ৩৩৭ রান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ইতোমধ্যে ১৮ টি-টোয়েন্টিতে ২টি হাফ-সেঞ্চুরিতে ৩৮১ রান করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে স্টাবসের। ২টি হাফ-সেঞ্চুরিতে ৮২২ রান করেছেন তিনি। তবে এসএ টোয়েন্টিতে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি স্টাবস। সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে ১০ ম্যাচ খেলে ১২৯ রান করেন তিনি।

আগামী ৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ‘ডি’ গ্রুপে গত আসরের রানার্স আপ প্রোটিয়াদের অন্য তিন প্রতিপক্ষ- আফগানিস্তান, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, জেসন স্মিথ, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, জর্জ লিন্ডে, মার্কো জানসেন, কর্বিন বশ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিচ নর্টি ও কোয়েনা মাফাকা।