দ. আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

এই ম্যাচে জয়ের নায়ক হাবিবুর রহমান সোহান। ১৩ বলে ৮ ছক্কা ও ১ চারে ৫৪ রান করেন তিনি। প্রথম ওভারে ৪টি ছক্কা মারেন সোহান। পরের ওভারে জিসান আলমের ব্যাট থেকেও আসে ৪টি ছক্কা।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫ রানে জয় পেয়েছে আকবর আলীরা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫ রানে জয় পেয়েছে আকবর আলীরা |ইন্টারনেট

শিরোপার লড়াই থেকে ছিটকে যাওয়ার পর যেন হুশ ফিরল বাংলাদেশের। হংকং সুপার সিক্সেসে জয়ের দেখা পেলো টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আকবর আলীদের জয় ২৫ রানের।

রোববার প্লেট সেমি-ফাইনালে মং কংয়ের মিশন রোড মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান করে বাংলাদেশ। জবাবে ১০৩ রানে থামে দক্ষিণ আফ্রিকা।

এই ম্যাচে জয়ের নায়ক হাবিবুর রহমান সোহান। ১৩ বলে ৮ ছক্কা ও ১ চারে ৫৪ রান করেন তিনি। প্রথম ওভারে ৪টি ছক্কা মারেন সোহান। পরের ওভারে জিসান আলমের ব্যাট থেকেও আসে ৪টি ছক্কা।

দু’জনের জুটিতে ২০ বলে আসে ৮৫ রান। এরপর ফিফটি তুলে সোহান বাধ্যতামূলক অবসরে গেলে জিসান আউট হন ৭ বলে ২৪ করে। শেষ দিকে নেমে ৮ বলে ২৭ রান করেন মোসাদ্দেক হোসেন।

রান তাড়ায় প্রথম ১৫ বলে ৫৯ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১০ বলে ৩৮ রান করে ফেরেন আব্দুল্লাহ বায়ুমি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ ২০ বলে ৪৪ রানের বেশি নিতে পারেনি প্রোটিয়ারা।

দুই ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন আবু হায়দার রনি। জিসান আলম ১ ওভারে ১৫ রানে নেন ২ উইকেট।

উল্লেখ্য, কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়া ৪ দলকে নিয়ে চলছে এই প্লেট পর্ব। অন্য সেমি-ফাইনালে হংকংয়ের কাছে হেরেছে আফগানিস্তান। প্লেট ফাইনালে এখন লড়বে বাংলাদেশ ও হংকং।