গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা পেয়েছেন চিকিৎসাধীন ক্রিকেটার তামিম ইকবাল। তাকে ৭২ ঘণ্টা চিকিৎসকদের অবজারবেশনে থাকতে হবে। আর কাজকর্মে ফিরে যেতে তাকে আরো তিন মাস বিশ্রামে থাকতে হবে। তবে স্বাভাবিকভাবে বাসায় কথাবার্তা ও চলাফেরা করতে পারবেন।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে তামিম ইকবালের স্বাস্থ্যগত খোঁজখবর নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা: আবু জাফর মহানগরীর কাশিমপুরের তেতুঁইবাড়ি এলাকার ওই হাসপাতালে আসেন। পরে তিনি হাসপাতালের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তামিম ইকবালের শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ‘তামিম ইকবালের অবস্থা আগের চাইতে অনেকটা ভালো। তামিম ইকবাল এখন কথা বলছেন এবং খাওয়া-দাওয়া করছেন। হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। ৭২ ঘণ্টা আগে তাকে হাসপাতাল থেকে অন্য কোথাও স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হবে। বিষয়টি তামিম ইকবালসহ তার পরিবারের সদস্যদেরকে জানানো হয়েছে।’
তিনি আরো জানান, ‘তামিম ইকবালকে স্বাভাবিক কাজে ফিরে যেতে হলে তিন মাস সময় প্রয়োজন। তাকে সাত দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। বাসায় তিনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারবেন। খাওয়া-দাওয়াসহ বাসায় অবস্থান করে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে খেলাধুলায় কবে ফিরতে পারবেন এই বিষয়ে চিকিৎসকরা জানান তামিম ইকবালের আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের পর বিষয়টি জানানো যাবে।’
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবু জাফর বলেন, ‘তামিম ইকবাল কেপিজে বিশেষায়িত হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা পেয়েছেন। আল্লাহর অনুগ্রহ এবং সবার সার্বিক ব্যবস্থাপনা এবং দোয়ায় তামিম ইকবাল এখন সুস্থ। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পরিচালক (হাসপাতাল) মইনুল হাসান সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখেন। সার্বিক পরিস্থিতি টাইম টু টাইম স্বাস্থ্য উপদেষ্টাকে জানানো হয়েছে। উপদেষ্টা তামিম ইকবালের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন।’
প্রেস ব্রিফিংকালে হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল ওয়াদুদ, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) মইনুল হাসান, কেপিজে হসপিটালের চিকিৎসক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন ক্রিকেটার তামিম ইকবাল। তাকে গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, দু’বার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিং পরানো হয় এ হাসপাতালে।