এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে ১২৬ রান প্রয়োজন বাংলাদেশের

শেষের দিকে মাসুদের ২৬ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে শেষ বলে অল আউট হবার আগে ১২৫ রানের পুঁজি পায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল তিনটি ও রাকিবুল হাসান দুইটি উইকেট নিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন

পাকিস্তানকে শুরু থেকেই চেপে ধরেছিল বাংলাদেশ। যে চাপ থেকে আর বের হতে পারেনি তারা। ইনিংসের শেষ বল পর্যন্ত খেললেও ১২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান শাহীনস। তাই চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের প্রয়োজন ১২৬।

দোহায় রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান শাহীনস। রিপন মণ্ডলের করা ইনিংসের প্রথম বলেই রান আউট হয়ে ফেরেন ইয়াসির খান।

দ্বিতীয় ওভারে মোহাম্মদ ফাইককে ফেরান মেহেরাব হাসান। ২ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। পরবর্তীতে জুটি গড়ার চেষ্টা করেছিলেন গাজী ঘুরি (৯)। তবে সেটাও বড় হতে দেননি রাকিবুল হাসান।

বাকিদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্তে হাল ধরার চেষ্টা করেন মাজ সাদাকাত। ১৮ বলে ২৩ রানে শেষ হয় তার ইনিংস। আরাফাত মিনহাসকেও দ্রুত ফেরানোর সুযোগ ছিল, তবে তার ক্যাচ হাতছাড়া করেন জিশান আলম।

১৪.২ ওভারে অধিনায়ক ইরফান খানকে হারায় পাকিস্তান, ২২ বল খেলে ৯ রানের বেশি করতে পারেননি তিনি। ৭৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। সেখান থেকে হাল ধরেন সাদ মাসুদ।

শেষের দিকে মাসুদের ২৬ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে শেষ বলে অল আউট হবার আগে ১২৫ রানের পুঁজি পায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল তিনটি ও রাকিবুল হাসান দুইটি উইকেট নিয়েছেন।