সুযোগ থাকলেও হংকংয়ের সাথে হেসেখেলে জয় আসেনি বাংলাদেশের, বাড়িয়ে নিতে পারেনি রানরেট। আর শ্রীলঙ্কার সাথে তো হেরেছে খুব বাজেভাবেই। সব মিলিয়ে এশিয়া কাপে প্রত্যাশা মেটাতে পারেনি দল।
চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই এশিয়া কাপে এসেছিল বাংলাদেশ। সেই স্বপ্ন এখন অনেকটাই ফিঁকে হয়ে গেছে। তবুও ঘুরে দাঁড়ানোর শেষ একটা সুযোগ পাচ্ছে লিটনরা। ‘ডু অর ডাই’ ম্যাচে আজ খেলবেন তারা আফগানিস্তানের বিপক্ষে।
বাঁচা-মরার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান। আবুধাবিতে প্রথম পর্বের শেষ ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে রশিদ খানদের। খেলা শুরু রাত সাড়ে ৮টায়।
আফগানিস্তানের বিপক্ষে হিসাব–নিকাশের এই ম্যাচে একাদশে পরিবর্তন আসা অনেকটাই নিশ্চিত। তবে উদ্বোধনী জুটিতে থেকে যাবেন তানজিদ তামিম ও পারভেজ ইমনই। তাদের উপরই রাখা হচ্ছে আস্থা।
যদিও হংকংয়ের বিপক্ষে ২৪ রানের জুটি গড়া পারভেজ হোসেন ও তানজিদ হাসান শ্রীলঙ্কার বিপক্ষে জুটি গড়তে পারেননি। সব মিলিয়ে সর্বশেষ ১১ ইনিংসেই উদ্বোধনী জুটিতে পঞ্চাশ পেরোতে পারেনি বাংলাদেশ।
তিনে থাকছে দারুণ ছন্দে থাকা অধিনায়ক লিটন দাস। তবে চার নম্বরে পরিবর্তন আসছে বলা যায় নিশ্চিতভাবেই। শেষ ১৪ ইনিংসে পঞ্চাশোর্ধ রানের দেখা না পাওয়া তাওহীদ হৃদয়কে দেয়া হতে পারে বিশ্রাম।
নিজের সেরাটাতে যে নেই, সেটা তিনি হংকং ম্যাচ শেষেও স্বীকার করেছেন। চারে হৃদয়ের জায়গায় দলে দেখা যেতে পারে সাইফ হাসানকে। যিনি নেদারল্যান্ডস সিরিজে ভালো করেছেন, আবার বলও করতে জানেন।
গত ম্যাচে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া শামীম হোসেন ও জাকের আলীর জায়গা অনেকটাই নিশ্চিত। প্রত্যাশা পূরণ করতে না পারলেও স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মেহেদী হাসানই।
তবে পরিবর্তন আসবে এরপর, রিশাদ হোসেনকে বাদ দেয়া হতে পারে আজ। সর্বশেষ ৬ ইনিংসের চারটাতেই উইকেটশূন্য ছিলেন রিশাদ। তার জায়গায় শেষ দুই ম্যাচে ৫ উইকেট নেয়া নাসুম আহমেদ ফিরছেন।
ফিরছেন তাসকিন আহমেদও। শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ঠাঁই হয়নি তার। তবে বাঁচা-মরার লড়াইয়ে সর্ব শক্তি নিয়েই খেলতে চাইবে বাংলাদেশ। থাকবেন তামজিম সাকিব ও মোস্তাফিজুর রহমানও।
সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।