হঠাৎ করেই যেন ‘জমে’ গেছে বিপিএল। রান আসছে না তেমন। আসেনি আজও, চটগ্রামের বিপক্ষে ঘরের মাঠে কোনোরকমে তিন অঙ্কে পৌঁছেছে সিলেট। আগে ব্যাট করে পেয়েছে মোটে ৭ উইকেটে ১২৬ রানের পুঁজি।
একদিন বিরতির পর আজ (রোববার) মাঠে গড়িয়েছে বিপিএল। নিজেদের মাঠে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স। যেখানে টসে হেরে আগে ব্যাট করে স্বাগতিকেরা।
আগের দুই ম্যাচে অধিনায়ক মেহেদী মিরাজ নেমেছিলেন তিন নম্বরে। ছিলেন ব্যর্থ। আজ ইনিংস উদ্বোধন করতে নেমেও সুবিধা করতে পারেননি, ৬ বলে ৫ রানেই শেষ তার ইনিংস। আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাই করেন ৪ রান।
এছাড়া তিনে নেমে জাকির হাসান ১৫ ও এরপর পারভেজ ইমন ১৭ রান করেন। ইথান ব্রুকস তো খুলতে পারেননি রানের খাতাও। আফিফ হোসেন আউট হন ৪ রান করে। ৫.৩ ওভারে ৩৪ রানে হারায় ৫ উইকেট।
এরপর আজমতুল্লাহ ওমরজাইয়ের ৪১ বলে ৪৪ রানে কোনো রকমে এক শ’তে পৌঁছায় সিলেট। এছাড়া আকিফ জাভেদ ১৯ বলে ১৭ ও নাসুম আহমেদ করেন ৬ বলে ১৩ রান।
বল হাতে শেখ মেহেদী ও তাহির বেগ নেন দুটো করে উইকেট। ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আমির জামেল।



