ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ভারত-শ্রীলঙ্কা ম্যাচের গুরুত্ব হারিয়েছে আগেই। আনুষ্ঠানিকতার এই ম্যাচেও ছাড় দেয়নি ভারত, আগে ব্যাট করে তুলেছে পাহাড়সম সংগ্রহ।
সুপার ফোরের শেষ ম্যাচে আজ দুবাইয়ে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ২০২ রান তুলে ভারত। এই ম্যাচেও বিধ্বংসী হয়ে উঠেন অভিষেক শর্মা।
আগের দুই ম্যাচে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ৭৪ ও ৭৫ রানের ইনিংস খেলার পর আজ শ্রীলঙ্কার সাথে খেলেন ৩১ বলে ৬১ রানের ইনিংস। তাতে এবারের এশিয়া কাপে তার রান ৬ ইনিংসে সর্বোচ্চ ৩০৯।
অভিষেক ঝড় তুললেও ভালো করতে পারেননি শুভমান গিল (৪) ও সূর্যকুমার যাদব (১২)। ৮.৪ ওভারে ৯২ রানে দলকে রেখে ফেরেন অভিষেক। এরপর তিলক ভার্মা ও স্যাঞ্জু স্যামসন মিলে গড়েন ৬৬ রানের জুটি।
স্যামসন আউট হন ২৩ বলে ৩৯ করে। ভার্মা অপরাজিত থাকেন ৩৪ বলে ৪৯ করে। ১৫ বলে ২১ রান করেন অক্ষর প্যাটেল। তাতেই এবারের এশিয়া কাপে প্রথমবার দুই'শ রানের গন্ডি পেরোয় কোনো দল।
ফলে সান্ত্বনার একটা জয় নিয়ে দেশে ফিরতে রান পাহাড় টপকাতে হবে শ্রীলঙ্কাকে।