আগামী জানুয়ারিতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির জন্য আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগকে (বিসিএল) গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জাতীয় দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তার।
বর্তমানে সতীর্থদের সাথে ফিটনেস ক্যাম্পে আছেন স্বর্ণা। যা খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।
স্বর্ণা বলেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প বুধবার থেকে শুরু হয়েছে এবং সাত দিন চলবে। আমরা ১২ তারিখে রিপোর্ট করব এবং ১৫ তারিখ বিসিএল শুরু হবে। আমরা বিশ্বাস করি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির জন্য বিসিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
চলতি বছর নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন স্বর্ণা। পাশাপাশি বল হাতে ওই আসরে ৬ উইকেট শিকার করেন তিনি। বিশ্বকাপে দলের পারফরমেন্সের কথা স্মরণ করে স্বর্ণা বলেন, ‘বিশ্বকাপের অভিজ্ঞতা ভাল ছিল। তবে বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে আমাদের আরও কয়েকটি ম্যাচ জেতা উচিত ছিল। দুর্ভাগ্যবশত আমরা খুব কাছে গিয়ে তিনটি ম্যাচ হেরেছি।’
তিনি আরো বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে আমি একটি ম্যাচেই ভাল খেলেছি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অধিনায়ক যখনই আমাকে বল দিয়েছে আমি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি।’ বাসস



