বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। কোনোভাবেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যেতে চায় না বিসিবি। আইসিসির প্রতিনিধিদলের সাথে বৈঠকেও মন গলেনি বোর্ডের কর্মকর্তাদের।
ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিসিবি আইসিসির কাছে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার দাবি করেছে। এমনকি শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে আইসিসির কাছে নিজেদের গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সাথে বৈঠকে এ অনুরোধ জানায় বিসিবি। বিসিবি চায় আয়ারল্যান্ডের জায়গায় গ্রুপ সি-তে অন্তর্ভুক্ত হতে। যাতে বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা যায়।
বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ সি-তে থাকা আয়ারল্যান্ড কলম্বোতে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ওমানের বিপক্ষে খেলবে আর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ক্যান্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে।
অন্যদিকে বাংলাদেশ বর্তমানে রয়েছে গ্রুপ বি-তে। এই গ্রুপে বাংলাদেশকে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হবে, এরপর মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
এখন দেখা যাক আইসিসি কী সিদ্ধান্ত নেয়। বিসিবি এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তবে এমনটা জানতে পেরে অনুরোধে রাজি না হওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে আয়াল্যান্ড ক্রিকেট (সিআই)।
ক্রিকবাজকে দেয়া এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা বলেন, ‘আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি যে নির্ধারিত সূচি অনুযায়ীই খেলা হবে। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব।’



