তানভীর-তানজিমে উপলক্ষ পেল বাংলাদেশ

অবশেষে পাওয়ার প্লের শেষ ওভারে ভাঙে উদ্বোধনী জুটি। অপেক্ষার ইতি টানেন তানভীর ইসলাম। ইবরাহীম জাদরানকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। ইবরাহীম ফেরেন ২৫ বলে ২৩ রান করে। নে

নয়া দিগন্ত অনলাইন
তানভীর-তানজিমে উপলক্ষ পেল বাংলাদেশ
তানভীর-তানজিমে উপলক্ষ পেল বাংলাদেশ |সংগৃহীত

২২১ রানের ছোট পুঁজি। লড়াই করতে হলে তাই শুরু থেকে চেপে ধরতে হতো আফগানদের। তবে সেই কাজটা করতে পারলেন না তাসকিন-হাসান মাহমুদরা। বাড়তে থাকে একটা উইকেটের জন্য অপেক্ষা।

অবশেষে পাওয়ার প্লের শেষ ওভারে ভাঙে উদ্বোধনী জুটি। অপেক্ষার ইতি টানেন তানভীর ইসলাম। ইবরাহীম জাদরানকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। ইবরাহীম ফেরেন ২৫ বলে ২৩ রান করে।

তবে ততক্ষণে ৫২ রান তুলে ফেলছে আফগানিস্তান। দ্বিতীয় উইকেট আসতে অবশ্য দেরি হয়নি, ১২.১ ওভারে সেদিকুল্লাহ আতালকে (৫) উইকেটের পেছনে ক্যাচ বানান তানজিম সাকিব।

১৩ ওভার শেষে আফগানদের স্কোর ৫৮/২। জয়ের জন্য এখনো চাই ২২২ বলে ১৬৪ রান। রাহমানুল্লাহ গুরবাজ ৩৩ বলে ২৬ রানে ব্যাট করছেন।

এর আগে, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার আবু ধাবিতে টসে জিতে ব্যাট করে বাংলাদেশ। তবে তিন মাস পর ওয়ানডে খেলতে নেমে সুবিধা করতে পারেনি টাইগাররা, গুটিয়ে গেছে ৪৮.৫ ওভারে ২২১ রানে।