বিপিএল ফাইনাল

তানজিদ তামিমের সেঞ্চুরিতে চট্টগ্রামের বিপক্ষে রাজশাহীর বড় সংগ্রহ

মিরপুরে আজ সাহিবজাদা ফারহানকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১০.২ ওভারে ৮৩ রান তোলেন তামিম। সাহিবজাদা ফেরেন ৩০ বলে ৩০ রান করে। তবে তামিম ছিলেন আগ্রাসী, ২৯ বলে তুলে নেন ফিফটি।

নয়া দিগন্ত অনলাইন
তামিম আজ সেঞ্চুরির ভিত্তি গড়েন সাহিবজাদা ফারহানের সাথে ওপেনিং জুটিতেই
তামিম আজ সেঞ্চুরির ভিত্তি গড়েন সাহিবজাদা ফারহানের সাথে ওপেনিং জুটিতেই |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

বিপিএলে সেঞ্চুরি এখন ‘নিয়মিত’ হলেও আগের এগারো আসরে ফাইনালে সেঞ্চুরি কর‍তে পেরেছেন কেবল দুজন- তামিম ইকবাল ও ক্রিস গেইল। এবার সেই তালিকায় নাম ওঠালেন তানজিদ তামিম, গড়েছেন ইতিহাসও।

শুক্রবার বিপিএলের ফাইনালে অনবদ্য এক সেঞ্চুরি করেছেন তামিম। ৬২ বলে ১০০ রানের ইনিংস খেলেছেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৪ উইকেটে ১৭৪ রান করেছে রাজশাহী ওয়ারিয়র্স।

২০২৪ বিপিএলে খুলনার বিপক্ষে চট্টগ্রামের হয়ে ৬৫ বলে ১১৬ ও ২০২৫ আসরে ঢাকার হয়ে রাজশাহীর বিপক্ষে ৬৪ বলে ১০৮ রান করেন তামিম। আজ ফাইনালে পেলেন নিজের তৃতীয় বিপিএল সেঞ্চুরি।

বিপিএলে সর্বোচ্চ ৫ সেঞ্চুরি আছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। এরপরই আছেন তানজিদ তামিম। দেশের হয়ে সর্বোচ্চ ও সব মিলিয়ে দ্বিতীয় সেরা সেঞ্চুরিয়ান এখন তানজিদ তামিম।

মিরপুরে আজ সাহিবজাদা ফারহানকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১০.২ ওভারে ৮৩ রান তোলেন তামিম। সাহিবজাদা ফেরেন ৩০ বলে ৩০ রান করে। তবে তামিম ছিলেন আগ্রাসী, ২৯ বলে তুলে নেন ফিফটি।

এরপর কেন উইলিয়ামসনকে (২৪) নিয়ে আরো ৪৭ রান যোগ করেন তামিম। তামিম আউট হন ১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে। ৬ চার ও ৭ ছক্কায় এই ইনিংস গড়েন তিনি। জিমি নিশাম ৭ ও নাজমুল হোসেন শান্ত করেন ১১ রান।