রবিনসনের সেঞ্চুরি ম্লান করে দিলেন মার্শ, অস্ট্রেলিয়ার বড় জয়

জয়ের ভিত গড়ে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ফেরার আগে মার্শের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৮৫ রান। জয় তখন কেবল আনুষ্ঠানিকতায় গড়ায়। আনুষ্ঠানিকতা সারেন টিম ডেভিড ও মার্কাস স্টয়নিস।

নয়া দিগন্ত অনলাইন
আজ রবিনসনের সেঞ্চুরি ম্লান করে দিয়েছেন মার্শ
আজ রবিনসনের সেঞ্চুরি ম্লান করে দিয়েছেন মার্শ |সংগৃহীত

বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েও দলকে জেতাতে পারলেন না টিম রবিনসন। মিচেল মার্শের কাছে বৃথা গেছে তার ইনিংস। সুবাদে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

মাউন্ট মঙ্গানুইতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তোলে ৬ উইকেটে ১৮১ রান। সেই রান অস্ট্রেলিয়া তাড়া করে ফেলে ৬ উইকেট হাতে রেখে, ২১ বল বাকি থাকতে। তাতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অজিরা।

অবশ্য শুরুটা একেবারেই ভালো হয়নি নিউজিল্যান্ডের। স্কোরবোর্ডে ৬ রান যোগ করতেই টপ-অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন টিম রবিনসন।

চতুর্থ উইকেটে ডেরিয়েল মিচেলকে নিয়ে ৫৫ বলে ৯২ রান যোগ করেন দুজনে। এরপর জন জ্যাকবকে নিয়ে যোগ করেন ৪৭ বলে ৬৪ রান। জ্যাকব আউট হন ২১ বলে ২০ রানে। আর কেউ পাননি দুই অঙ্কের ঘরে যেতে।

রবিনসন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬ চার, ৫ ছক্কায় ৬৬ বলে ১০৬ রান করে। নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি (২৩ বছর ১৫৬ দিন) করলেন তিনি। বেন ডারউইস নেন ২ উইকেট।

১৮২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ ছিল দুই ওপেনার মার্শ ও ট্রাভিস হেডের। দুজন মিলে গড়েন ৩৩ বলে ৬৭ রানের জুটি। হেড খেলেন ১৮ বলে ৩১ রান, আউট হন ম্যাট হেনরির বলে। তবে মার্শ থামেননি, ২৩ বলে তুলে নেন ফিফটি।

তিন নম্বরে নেমে ম্যাথু শর্ট করেন ১৮ বলে ২৯। তাতে ৮.৩ ওভারেই অস্ট্রেলিয়ার রান পৌঁছে যায় তিন অঙ্কে। অবশ্য ইনিংস বড় করতে পারেননি অ্যালেক্স ক্যারি (৭ বলে ৭)। তবে এক প্রান্ত আগলে রেখে রান করে যান মিচেল মার্শ।

জয়ের ভিত গড়ে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ফেরার আগে মার্শের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৮৫ রান। জয় তখন কেবল আনুষ্ঠানিকতায় গড়ায়। আনুষ্ঠানিকতা সারেন টিম ডেভিড ও মার্কাস স্টয়নিস।

ডেভিড অপরাজিত থাকেন ১২ বলে ২১ রানে। স্টয়নিস অপরাজিত থাকেন ১ বলে ৪ রান নিয়ে। কিউইদের হয়ে ম্যাট হেনরি নেন ২ উইকেট। জেমিসন ও জাকারি ফোলকস নেন ১টি করে উইকেট।