সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি।
আগামী মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের পর ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আটটি বিশ্বকাপ জয় করা ৩৫ বছর বয়সী হিলি।
‘উইলো টক’ পডকাস্টের প্যানেলে নিজের অবসরের কথা জানান হিলি। তিনি বলেন, ‘ভারত সিরিজ শেষে আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমি এখনো অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলতে উৎসাহী। তবে শুরুর প্রতিযোগিতামূলক সেই মানসিকতা আর নেই। এজন্য মনে হচ্ছে ক্যারিয়ার শেষ করার সময় এখনই।’
২০১০ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয় হিলির। এরপর দেশের হয়ে ১০ টেস্ট, ১২৩ ওয়ানডে ও ১৬২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে ৪৮৯ রান, ওয়ানডেতে ৩৫৬৩ রান ও টি-টোয়েন্টিতে ৩০৫৪ রান আছে তার। উইকেটরক্ষক হিসেবে ১৭২টি ক্যাচ ও ১০৩টি স্ট্যাম্পিং করেছেন হিলি।
অস্ট্রেলিয়ার হয়ে ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দু’টি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন হিলি। ২০১৮ ও ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন।
২০২২ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন হিলি। এছাড়া অস্ট্রেলিয়ার বর্ষসেরা নারী ক্রিকেটারও হয়েছেন।
২০২৩ সালে মেগ ল্যানিংয়ের জায়গায় অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পান হিলি। তার অধীনে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে অস্ট্রেলিয়া।
সূত্র : বাসস



