তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চট্টগ্রামে সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে খেলা। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে আইরিশরা।
প্রথম ম্যাচ হেরে বাংলাদেশ দাঁড়িয়ে খাদের কিনারে, পা ফসকালেই শেষ সিরিজ জয়ের স্বপ্ন। তবে আইরিশদের জন্য সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার। যা নিশ্চয়ই হতে দিতে চাইবে না টাইগাররা।
আজ একাদশে ৩ পরিবর্তন এনেছে বাংলাদেশ। যেখানে একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দীন, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী। বাদ পড়েছেন জাকের আলী, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, তানজিম সাকিব, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দীন ও মোস্তাফিজুর রহমান।



