আইপিএল

ইতিহাস গড়লেন ১৪ বছর বয়সী বৈভব, জয়ের ধারায় ফিরল রাজস্থান

সোমবার (২৮ এপ্রিল) জয়পুরে ব্যাট হাতে গোটা বিশ্বকেই অবাক করে দিয়েছেন বৈভব সূর্যবংশী। সম্ভাবনার জানান আগেই দিয়েছিলেন, তবে এবার যেন সব ছাপিয়ে গেছেন।

নয়া দিগন্ত অনলাইন
বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশী |সংগৃহীত

চৌদ্দ বছর বয়সে আপনি কি করতেন? উত্তরে অনেক কিছুই বলতে পারেন। তবে নিশ্চয়ই ইতিহাস গড়ে ফেলেননি! তবে গড়েছেন বৈভব সূর্যবংশী। সদ্য শৈশব পাড়ি দেয়া ছেলেটি ক্রিকেটের ইতিহাসই বদলে দিয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) জয়পুরে ব্যাট হাতে গোটা বিশ্বকেই অবাক করে দিয়েছেন বৈভব সূর্যবংশী। সম্ভাবনার জানান আগেই দিয়েছিলেন, তবে এবার যেন সব ছাপিয়ে গেছেন। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ছাপিয়ে গেছেন অনেক রেকর্ড।

আইপিএলের ম্যাচটিতে ১৪ বছর ৩২ দিন বয়সী এই তরুণ যখন থামেন, নামের পাশে তখন ১১ ছক্কা আর ৭ চারে ৩৮ বলে ১০১ রান! মাত্র ১৭ বলে ফিফটি পূরণ করেন বৈভব। যা এবারের আসরের দ্রুততম। আর মাত্র ৩৫ বলে পৌঁছান তিন অংকের ঘরে।

যা আইপিএল ইতিহাসেরই দ্বিতীয় দ্রুততম শতক। ভারতীয়দের মাঝে সবচেয়ে দ্রুততম। আইপিএলে বৈভবের চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু ক্রিস গেইলের। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে।

গেইল যখন সেই রেকর্ড গড়েন, তখন তিনি ক্যারিয়ারের মধ্যগগনে। অথচ তার সেই রেকর্ড প্রায় হুমকির মুখে ফেলে দিচ্ছিল ১৪ বছরের ‘কিশোর’। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে গড়েছেন অনেক রেকর্ডই।

গেইলকে পেছনে ফেলতে না পারলেও আইপিএলে ভারতের দ্রুততম সেঞ্চুরিয়ান এখন বৈভব। ৩৭ বলে সেঞ্চুরি করা ইউসুফ পাঠানকে টপকে গেছেন তিনি। শুধু তাই নয়, স্বীকৃত টি-টোয়েন্টিরও দ্রুততম সেঞ্চুরিয়ান বনে গেছেন বৈভব।

বৈভবের ১০১ রানের ইনিংসের দিনে অপরাজিত ৭০ রান করেছেন যশস্বী জয়সাওয়াল। তাদের দুজনের ব্যাটে গুজরাটের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। টানা পাঁচ হারের পর রাজস্থানের এটি প্রথম জয়।

এই জয়ে বেঁচে রইলো তার দল রাজস্থান রয়েলসের প্লে-অফ স্বপ্ন। অন্যথায় আজকেই শেষ হয়ে যেতো সব সমীকরণ।

এদিন টস হেরে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৯৩ রান তোলে গুজরাট। ৩৯ রান করা সাই সুদর্শনকে ফিরিয়ে জুটি ভাঙেন মাহিশ থিকশানা। ৫০ বলে ৮৪ রান করেন গুজরাট অধিনায়ক শুভমান গিল।

শেষের দিকে অবশ্য ২৬ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেছেন বাটলার। তাদের ব্যাটেই ২০৯ রানের পুঁজি পায় গুজরাট। স্বাগতিক রাজস্থানের হয়ে ২টি উইকেট নিয়েছেন লঙ্কান থিকশানা।

এ রান তাড়ায় শুরু থেকেই ঝড় তোলেন সূর্যবংশী ও জয়সাওয়াল। পাওয়ার প্লেতে আসে ৮৭ রান। ১১তম ওভারে বৈভবের বিদায়ে ভাঙে তাদের ১৬৬ রানের যুগলবন্দী। তিনে নেমে সুবিধা করতে পারেননি নীতিশ রানা (৪)।

পরে জয়সাওয়াল ও রিয়ান পরাগ মিলে রাজস্থানের ৮ উইকেটের জয় নিশ্চিত করেন। অধিনায়ক পরাগ অপরাজিত ছিলেন ৩২ রানে।

উল্লেখ্য, আসরের প্রথম দিকে সুযোগ না পেলেও গত শনিবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলানো হয় তাকে। ১৪ বছর ২৩ দিন বয়সে মাঠে নেমে আইপিএলে অভিষিক্ত সর্বকনিষ্ঠ ক্রিকেটারও হয়ে যান তিনি। আর তৃতীয় ম্যাচ খেলতে নেমেই করলেন ইতিহাস।