বিপিএল

হেসেখেলেই সিলেটকে উড়িয়ে দিলো চট্টগ্রাম

টানা জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আজ রোববার স্বাগতিকদের বিপক্ষে তাদের জয় এসেছে ৯ উইকেটে।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হেসেখেলেই সিলেটকে হারিয়ে দিলো চট্টগ্রাম। আসরের শুরুতে বিতর্কের মুখে পড়া দলটি এখন যেন উড়ছে। টানা জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আজ রোববার স্বাগতিকদের বিপক্ষে তাদের জয় এসেছে ৯ উইকেটে।

হঠাৎ করেই যেন ‘জমে’ গেছে বিপিএল। রান আসছে না তেমন। আসেনি আজকেও, চটগ্রামের বিপক্ষে ঘরের মাঠে কোনোরকমে তিন অঙ্কে পৌঁছেছে সিলেট। আগে ব্যাট করে পায় মোটে ৭ উইকেটে ১২৬ রানের পুঁজি।

যা ১৬ ওভারেই পেরিয়ে যায় চট্টগ্রাম রয়্যালস। আজও ভয়ঙ্কর হয়ে উঠেছে তাদের উদ্বোধনী জুটি। মোহাম্মদ নাইম শেখ ও অ্যাডাম রসিংটন মিলেই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে৷ ১৩.৪ ওভারে ১১৫ রানে ভাঙে জুটি।

৪ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫২ রান নিয়ে আউট হন নাইম। আসরে যা তার টানা দ্বিতীয় ফিফটি। টানা ফিফটি পেয়েছেন রসিংটনও। ৫৩ বলে অপরাজিত ৭৩ রান করে জেতান দলকে। সাদমান ইসলাম করেন অপরাজিত ৩ রান।

এর আগে নিজেদের মাঠে টসে হেরে আগে ব্যাট করে স্বাগতিকরা। তবে শুরুটা ভালো হয়নি। আগের দুই ম্যাচে অধিনায়ক মেহেদী মিরাজ নেমেছিলেন তিন নম্বরে। ছিলেন ব্যর্থ।

আজ ইনিংস উদ্বোধন করতে নেমেও সুবিধা করতে পারেননি, ৬ বলে ৫ রানেই শেষ তার ইনিংস। আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাই করেন ৪ রান।

এছাড়া তিনে নেমে জাকির হাসান ১৫ ও এরপর পারভেজ ইমন ১৭ রান করেন। ইথান ব্রুকস তো খুলতে পারেননি রানের খাতাও। আফিফ হোসেন আউট হন ৪ রান করে। ৫.৩ ওভারে ৩৪ রানে হারায় ৫ উইকেট।

এরপর আজমতুল্লাহ ওমরজাইয়ের ৪১ বলে ৪৪ রানে কোনো রকমে ১০০তে পৌঁছায় সিলেট। এছাড়া আকিফ জাভেদ ১৯ বলে ১৭ ও নাসুম আহমেদ করেন ৬ বলে ১৩ রান।

বল হাতে শেখ মেহেদী ও তাহির বেগ নেন দুটো করে উইকেট। ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আমির জামেল।