বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। এখনো আছে সেই সম্ভাবনা। দল ঘোষণার পরও তাই সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আছে অনিশ্চয়তা।
কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন, বাংলাদেশের মতো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আইসিসি সভায় পাকিস্তান বাংলাদেশের পক্ষে থাকায়, এই সম্ভাবনা আরো দৃঢ় হয়।
তবে এমন আলোচনার মাঝেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।
এমনকি এ প্রসঙ্গে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সাথে আলোচনাও করেছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। যেখানে তিনি জানিয়েছেন, সরকার চাইলে এমতাবস্থাতেও বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান।
সভায় মহসিন নাকভি ও পিসিবির নীতিগত অবস্থানকে সমর্থন জানিয়েছেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। অর্থাৎ সরকারের নির্দেশে যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তবুও পিসিবির পাশে থাকবেন শাহীন আফ্রিদি, বাবর আজমরা।
এর আগে ২৪ জানুয়ারি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে মহসিন নাকভি বলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আমাদের অবস্থান সেটাই হবে, যেটা পাকিস্তান সরকার আমাকে নির্দেশ দেবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই।’
তিনি ফিরে আসার পর আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। এটি সরকারের সিদ্ধান্ত। আমরা তাদের কথা মেনে চলি, আইসিসির কথা নয়,’ বলেন তিনি।



