নাসুম-রিশাদের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ

উদযাপনের মুহূর্ত দীর্ঘায়িত করেন মোস্তাফিজুর রহমান। পরের ওভারে এসে ৩৬ বলে ৫৫ রান করে ফেলা শাইহোপকে থামান তিনি।

নয়া দিগন্ত অনলাইন
নাসুম-রিশাদের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ
নাসুম-রিশাদের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

ব্রেন্ডন কিংকে (১) ফিরিয়ে যদিও শুভসূচনা পেয়েছিল বাংলাদেশ, তবে এরপর খেই হারায় দল। শাইহোপ ও অ্যালিক আথানেজ চাপে ফেলে দেন স্বাগতিকদের। তবে সেই চাপ ভেঙে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

পাওয়ার প্লেতেই ৫০ রান যোগ করে আথানেজ-শাইহোপ জুটি। আর কোনো উইকেট না হারিয়ে ১০ ওভারে আসে ৯৪ রান। ফলে বড় সংগ্রহের পথেই হাঁটছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সম্ভাবনায় বাধ সাধেন নাসুম আহমেদ।

ইনিংসের ১২তম ওভারে এসে টানা দুই বলে ২ উইকেট তুলে নেন তিনি। ১০৫ রানের জুটি ভেঙে প্রথমে ফেরান আথানেজকে, ৩৩ বলে ৫২ রানে আউট হন এই ব্যাটার। পরের বলেই ফেরান শেরফানে রাদারফোর্ডকে (০)।

উদযাপনের মুহূর্ত দীর্ঘায়িত করেন মোস্তাফিজুর রহমান। পরের ওভারে এসে ৩৬ বলে ৫৫ রান করে ফেলা শাইহোপকে থামান তিনি। তাতেই বদলে যায় ম্যাচের গতিপথ। এরপর দৃশ্যপটে আসেন রিশাদ হোসেন।

১৫তম ওভারে এসেই ফেরান আগের ম্যাচে দারুণ ব্যাট করা রভম্যান পাওয়েলকে। থিতু হবার আগেই বোকা বানান তাকে (৩)। সেই ওভারে ফেরান জেসন হোল্ডারকেও, ৪ রান করে হৃদয়কে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

ফলে ১১.১ ওভারে ১ উইকেটে ১০৬ রান করে ফেলা ক্যারিবীয়রা ১৫ ওভারে ১১৮ রানে পৌঁছায় ৬ উইকেট হারিয়ে। মাঝের ১২ রান তুলতেই হারায় ৫ উইকেট। এই মুহূর্তে তাদের সংগ্রহ ১৬ ওভারে ১২৫/৬।