সিরিজে সমতা ফেরালো ভারত, চাপে অস্ট্রেলিয়া

বড় লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনারের কেউ ইনিংস বড় করতে পারেননি। অভিষেক শর্মা ১৬ বলে ২৫ ও ১৫ রান করে আউট হন শুভমান গিল। বড় রানের দেখা পাননি সূর্যকুমার যাদবও, ২৪ রান করেই ফিরতে হয় তাকে।

নয়া দিগন্ত অনলাইন
সিরিজে সমতা ফেরালো ভারত, চাপে অস্ট্রেলিয়া
সিরিজে সমতা ফেরালো ভারত, চাপে অস্ট্রেলিয়া |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

প্রথম ম্যাচটা ভেস্তে যায় বৃষ্টিতে, তবে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এগিয়ে যায় সিরিজে। হাল ছাড়েনি ভারত, তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ফিরিয়েছে সমতা। জমে উঠেছে দুই দলের লড়াই।

সিরিজ বাঁচানোর মিশনে রোববার অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। টসে হেরে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৮৬ রান তুলে নেয়। সেই লক্ষ্য ১৮.৩ ওভারেই পেরিয়ে যায় সফরকারী দল।

হোবার্রটে ব্যাট করতে নেমে ট্রাভিস হেড ৬ ও জশ ইংলিশ ফেরেন ৭ বলে ১ রান করে। এরপর অজিদের ইনিংস টানেন টিম ডেভিড। বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। চতুর্থ উইকেটে যোগ করেন ৩৫ বলে ৫৯ রান।

যেখানে মিচেল মার্শের রান ছিল কেবল ১০ বলে ৪! ৫৪ রানই করেন ডেভিড। মার্শ আউট হন ১৪ বলে ১০ করে। প্রথম বলেই ফেরেন মিচেল ওয়েন (০)। ৮.৩ ওভারে ৭৩ রানে ৪ উইকেট হারায় অজিরা। এরপর মাঠে আসেন মার্কোস স্টয়নিস।

স্টয়নিসকে নিয়ে আরো ৪৫ রান যোগ করে ডেভিড আউট হন ৩৮ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৭৪ করে। শেষ ওভারে এসে স্টয়নিস আউট হন ৩৯ বলে ৬৪ রানে। ১৫ বলে ২৬ রানে অপরাজিত থাকেন ম্যাথু শর্ট।

তাদের ব্যাটে ভর করেই ১৮৬ পর্যন্ত পৌঁছায় স্বাগতিকেরা। ভারতের হয়ে আর্শদ্বীপ সিং ৩ ও বরুণ চক্রবর্তী নেন ২ উইকেট।

বড় লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনারের কেউ ইনিংস বড় করতে পারেননি। অভিষেক শর্মা ১৬ বলে ২৫ ও ১৫ রান করে আউট হন শুভমান গিল। বড় রানের দেখা পাননি সূর্যকুমার যাদবও, ২৪ রান করেই ফিরতে হয় তাকে।

ত্রিশের কোটা পার হতে পারেননি তিলক ভার্মাও। তার ব্যাট থেকে আসে ২৬ বলে ২৯ রান। পাঁচ নম্বরে নামা অক্ষর প্যাটেল ফিরেন ১৭ রান করে। তবে ষষ্ঠ উইকেটে ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মা মিলে জেতান দলকে।

৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারতকে স্বস্তির জয় এনে দেন তারা। সুন্দর ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন। তিনি ২৩ বলে ৪৯ রানের ক্যামিও খেলেছেন। আর ১৩ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন জিতেশ।

অস্ট্রেলিয়ার হয়ে একাই ৩ উইকেট নেন নাথান এলিস। আর একটি করে উইকেট পান জাভিয়ের বার্টলেট ও মার্কাস স্টয়নিস।