সিরিজ চলাকালীন ওয়ানডে দলে ডাক পেলেন নাসুম

মিরপুরের স্পিন সহায়ক উইকেট বিবেচনায় ওয়ানডে দলে যুক্ত হয়েছেন নাসুম আহমেদ, ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড দাঁড়িয়েছে ১৭ জনে।

নয়া দিগন্ত অনলাইন
নাসুম আহমেদ
নাসুম আহমেদ |সংগৃহীত

মিরপুরের কালো উইকেটের কথা মাথায় রেখে এবার ওয়ানডে দলে ডাকা হলো নাসুম আহমেদকে। তানভীর ইসলাম, রিশাদ হোসেনের পর তৃতীয় স্পিনার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ডাক পেলেন তিনি।

রোববার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তি দিয়ে নাসুমকে দলে নেয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি যোগ হওয়ায় বাংলাদেশের স্কোয়াডের আকার বেড়ে দাঁড়াল ১৭-তে।

মিরপুরের মাটি এমনিতেই স্পিন সহায়ক। চলমান ওয়ানডে সিরিজেও তার ব্যতিক্রম নয়। এমতাবস্থায় বাড়তি সুবিধা নিতে তৃতীয় স্পিনার হিসেবে যুক্ত করা হয়েছে নাসুমকে।

২০২২ সালে অভিষেক হওয়া নাসুম এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলেছেন। ৪১.১৩ গড়ে নিয়েছেন ১৬ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৮৬ রান। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে।

উল্লেখ্য, শনিবার মিরপুরে বড় জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যেখানে খেলতে পারেন নাসুম।

বাংলাদেশ স্কোয়াড
মেহেদী মিরাজ (অধিনায়ক), তানজিদ তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।