কতবার যে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছে তার ইয়ত্তা নেই, তবে এবার সেই ভারতকে ধরাশায়ী করে স্বপ্ন সত্যি করার পথে বাংলাদেশ। রাইজিং স্টার এশিয়া কাপে ভারতকে বিদায় করে ফাইনালে আকবর আলীর দল।
অবশ্য সেমিফাইনালে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে বাংলাদেশকে। ১৯৪ রানের বিশাল পুঁজি নিয়েও জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে সুপার ওভার পর্যন্ত। তবে সেখানে আর ভারতকে পাত্তাই দেননি রিপন মণ্ডলরা।
দোহার ইডেন পার্কে শুক্রবার (২১ নভেম্বর) সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ। জবাবে সমান ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান করে ফেলে ভারতও।
খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে অবিশ্বাস্য বোলিং করেন রিপন মণ্ডল। তার বিপরীতে কোনো রান করতে পারেনি ভারত। প্রথম দুই বলেই উইকেট তুলে নেন তিনি। জবাবে ইয়াসিরের উইকেট হারালেও ওয়াইড থেকে প্রথম বলেই জিতে যায় দল।
অবশ্য বল হাতে আরেকটু ভালো করতে পারলে সহজেই ম্যাচটা জিতে যেত বাংলাদেশ। জয়ের পথ দেখান ব্যাটাররা। জ্বলে উঠেন হাবিবুর রহমান সোহান। জিশান আলম ১৪ বলে ২৬ রানে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।
এরপর জাওয়াদ আবরারকে নিয়ে ফের প্রতিরোধ গড়ে তোলেন সোহান। তবে এই জুটিও বড় হয়নি। জাওয়াদ ফেরেন ১৩ রান নিয়ে। এরপর দ্রুত ফেরেন আকবর আলী ও আবু হায়দার রনি। তবে থামেননি সোহান।
একপ্রান্ত আগলে ঝড় অব্যাহত রাখেন। ৩২ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৫ ছক্কা ও ৩ চারে ৪৬ বলে ৬৫ করে আউট হন সোহান। এরপর দায়িত্ব কাঁধে তোলে নেন মেহরাব হাসান, সাথে পান ইয়াসির আলীকে।
১ চার ও ৬ ছক্কায় ১৩ বলে ৪৮* রান করেন মেহরাব। ইয়াসির অপরাজিত থাকেন ৯ বলে ১৭ রান করে। মাঝে মাহিদুল ইসলাম ফেরেন ১ রান নিয়ে। প্রায় দুই শ’ রানের পুঁজি পায় বাংলাদেশ।
জবাব দিতে নেমে উড়ন্ত শুরু পায় ভারত। বৈভব সূর্যবংশী ও প্রিয়াংশ আর্যর আক্রমনাত্নক ব্যাটিংয়ে চতুর্থ ওভারেই দলীয় পঞ্চাশ পেরিয়ে যায় ভারত। এই জুটি ভাঙে গাফফার সাকলাইন। ১৫ বলে ৩৮ রান করা সূর্যবংশীকে থামান।
এরপর নামান ধিরকে দ্রুত ফেরান আবু হায়দার রনি। ভয়ংকর হতে থাকা আর্যকে ফেরান রকিবুল হাসান, আউট হবার আগে ২৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন আর্য। ৯৮ রানে ৩ উইকেটের পতন হয় ভারতের।
এরপরও তাদের ম্যাচে রাখেন জিতেশ শর্মা। ২৩ বলে ৩৩ রান করেন ভারতের অধিনায়ক। জিতেশ ফেরার পর নেহাল ওয়াদেরার ৩২, রামানদ্বীপ সিংয়ের ১৭, আশুতোষ শর্মা ১৩ রান করেন।
তাতে রান পৌঁছে যায় বাংলাদেশের কাছে। আর ম্যাচ গড়ায় সুপার ওভারে।



