আইসিসির শাস্তি পেলেন ভারত অধিনায়ক, ছাড় পেলেন না রউফ-ফারহানও

ভারত অধিনায়ক সূর্যকেও ছেড়ে কথা বলেনি আইসিসি। তাকে রাজনৈতিক মন্তব্য না করার হুঁশিয়ারি দেয়া হয়েছে। পরে ‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে...

নয়া দিগন্ত অনলাইন
আইসিসির শাস্তি পেলেন ভারত অধিনায়ক, ছাড় পেলেন না রউফ-ফারহানও
আইসিসির শাস্তি পেলেন ভারত অধিনায়ক, ছাড় পেলেন না রউফ-ফারহানও |সংগৃহীত

রোববার ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে নামতে চলেছে পাকিস্তান। তার আগে দলের দুই ক্রিকেটার শাস্তি পেলেন। হারিস রউফকে জরিমানা করেছে আইসিসি। সতর্ক করে দেয়া হয়েছে সাহিবজাদা ফারহানকেও। পাশাপাশি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকেও ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সংবাদ সংস্থা পিটিআইয়ের সূত্রে ভারতীয় একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে। খবর অনুযায়ী, রউফের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা দিতে হবে। আগ্রাসী আচরণের জন্যই এই শাস্তি। ফারহানকে সতর্ক করে দিয়েছেন ম্যাচ রেফারি।

সুপার ফোরের ম্যাচে ফারহানের ‘একে৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’র বিরোধিতা করে আইসিসির কাছে সরকারিভাবে অভিযোগ জানিয়েছিল ভারত। উল্টো দিকে, পাকিস্তান অভিযোগ জানিয়েছিল সূর্যকুমার যাদবের ‘পেহেলগাম’ মন্তব্যের জন্য।

ফারহান এবং রউফ দুজনেই জানান তারা কোনো অপরাধ করেননি। ফলে আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হয়। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শুক্রবার পাকিস্তানের টিম হোটেলে গিয়ে দুই ক্রিকেটারের সাথে আলাদা করে দেখা করেন। ফারহান জানান, তিনি ক্রিকেটীয় সংস্কৃতির বিরোধী কোনো কাজ করেননি। যে উচ্ছ্বাস তিনি করেছেন তা পাকিস্তানের পাখতুন সম্প্রদায়ের দীর্ঘ দিনের প্রথা। রউফ কী যুক্তি দিয়েছেন তা জানা যায়নি। তবে ‘আগ্রাসী আচরণ’র জন্য ম্যাচ রেফারি ভর্ৎসনা করেন তাকে। দুই ক্রিকেটারকেই লিখিতভাবে উত্তর দিতে হয়।

ভারত অধিনায়ক সূর্যকেও ছেড়ে কথা বলেনি আইসিসি। তাকে রাজনৈতিক মন্তব্য না করার হুঁশিয়ারি দেয়া হয়েছে। পরে ‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, সূর্যকেও ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হিসাবে দিতে হবে।

কী অপরাধ রউফের?
ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তখন ভারতীয় সমর্থকদের দিকে তাকিয়ে রউফ এমনভাবে হাতের ইশারা করেন, যা দেখে মনে হয়, বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। বেশ কয়েকবার একই কায়দায় ইশারা করে দেখান তিনি। ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসনকে আউট করে উল্লাস করার সময় আবার একই ইশারা করেন রউফ।

কী করেছেন ফারহান?
সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের হয়ে শুরুটা ভালোই করেছিলেন ফারহান। হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহদের ওপর দাপট দেখিয়ে দ্রুত গতিতে রান তুলছিলেন। দশম ওভারে অক্ষর পটেলের একটি বল মিড উইকেটের ওপর শট খেলে অর্ধশতরান পূরণ করেন। এরপরেই ব্যাটের হাতলটিকে কাঁধের কাছে রেখে এমনভাবে উচ্ছ্বাস করেন, যেন মনে হচ্ছে বন্দুক চালাচ্ছেন। খেলাধুলার জগতে এই ধরনের উচ্ছ্বাস ‘একে৪৭ সেলিব্রেশন’ নামে পরিচিত। শ্রীলঙ্কা ম্যাচের আগে তা নিয়ে প্রশ্ন করা হলে ফারহান বলেন, ‘ওটা ওই মুহূর্তেই মাথায় এসেছিল। আমি অর্ধশতরানের পর খুব একটা উল্লাস করি না। কিন্তু হঠাৎ মনে হলো, এই ম্যাচে করব। তাই উল্লাস করেছি। আমি জানি না, কে কিভাবে তাকে নিয়েছে। আমার তাতে কিছু যায়-আসে না।’

কেন নিশানায় যাদব?
গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর সূর্য বলেন, ‘কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভালো সুযোগ হয়তো পাব না। পেহেলগামে হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। আমরা সমবেদনা জানাই। এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি।’ এমন রাজনৈতিক বক্তব্যে ক্ষুব্ধ হয় পাকিস্তান। পরে তার বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করে দেশটি।