একাই ১৫ লাখ টাকা পেলেন শরিফুল, চ্যাম্পিয়ন রাজশাহী পেল কত

শরিফুল ইসলাম একাই বিপিএলে টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ উইকেট-শিকারি হয়ে মোট ১৫ লাখ টাকা জিতেছেন। অন্যদিকে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা, রানার-আপ চট্টগ্রাম পেয়েছে ১ কোটি ৭৫ লাখ।

নয়া দিগন্ত অনলাইন
এবারের বিপিএলে টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ উইকেট-শিকারি হয়েছেন শরিফুল ইসলাম
এবারের বিপিএলে টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ উইকেট-শিকারি হয়েছেন শরিফুল ইসলাম |সংগৃহীত

একটা সময় দেয়া হতো গাড়ি, মোটরসাইকেলেরও দেখা মিলেছিল। তবে কালের বিবর্তনে জৌলুস হারানো বিপিএলের আসর সেরার পুরস্কার নেমে এসেছিল ৫ লাখ টাকায়। তবে এবার বেড়েছে তা ১০ লাখ টাকা।

যদিও টাকা নয়, এখানে সম্মানটাই বড় হয়ে দাঁড়ায়। আগের ১১ আসরে ৪ বারই এমন সম্মান জুটেছে সাকিব আল হাসানের ললাটে। শেষবার এই পুরস্কার জেতেন মেহেদী হাসান মিরাজ।

তাদের ছাড়াও বিপিএল সেরা হয়েছেন- মাহমুদউল্লাহ রিয়াদ, আসহার জাইদি, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। এবার এই তালিকায় নাম লেখালেন শরিফুল ইসলাম।

এবারের বিপিএলে শরিফুল ইসলাম ছিলেন অদম্য। বল হাতে গড়েছেন দারুণ এক রেকর্ড। এক আসরের সর্বোচ্চ ২৬ উইকেট নিয়েছেন তিনি। যেখানে ইকোনমি আরো দারুণ, মাত্র ৫.৮৪! তার দল চট্টগ্রাম উঠে ফাইনালেও।

যদিও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি, তবে টুর্নামেন্ট সেরার পুরস্কার ভাগিয়ে নিয়েছেন তিনি। অন্যদিকে ফাইনালে সেঞ্চুরি (৬২ বলে ১০০) হাঁকিয়ে ফাইনাল সেরার পুরস্কার নিয়েছেন তানজিদ তামিম, নিয়েছেন ৫ লাখ টাকা।

পারভেজ হোসেন ইমন আসরের সেরা ব্যাটার (৩৯৫ রান) হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা। অন্যদিকে আসর সেরা খেলোয়াড় শরিফুল ইসলাম সর্বোচ্চ উইকেট-শিকারি হিসেবেও পেয়েছেন ৫ লাখ টাকা।

এছাড়া সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে ৩ লাখ টাকা পেয়েছেন রিপন মণ্ডল। এছাড়া রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস সেরা ফিল্ডার হিসেবে পেয়েছেন ৩ লাখ টাকা।

এবার বিপিএলে সব মিলিয়ে প্রাইজমানি ছিল ৫ কোটি টাকার মতো। যেখানে চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার-আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।