অস্ট্রেলিয়াকে ১৯৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

যার পুরোটা অবদান সুবহানা মোস্তারির। একপাশ আগলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮০ বলে ৬৬ রান নিয়ে। তিনি ছাড়া শেষ ৬ জনের কেউ দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি।

নয়া দিগন্ত অনলাইন
অস্ট্রেলিয়াকে ১৯৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
অস্ট্রেলিয়াকে ১৯৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ের ছন্দটা ধরে রাখতে পারল না বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯৮ রান করতে পারে টাইগ্রেসরা। অসম্ভব কিছু না হলে জেতা কঠিন বাংলাদেশের জন্য।

নারী বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ (বৃহস্পতিবার) বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। টানা তিন হারে বিধ্বস্ত টাইগ্রেসরা এই ম্যাচে মাঠে নামার আগেই ছিল ব্যাকফুটে।

মাঠেও ব্যতিক্রম কিছু করতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল। জ্যোতি নিজেও পারেননি ইনিংস বড় করতে। আসর জুড়েই ব্যর্থ তিনি, থিতু হয়েও পারছেন না হাল ধরতে। আজ ফেরেন ৩৫ বলে মাত্র ১২ রান করে।

শুরুটা হয়েছিল অবশ্য ফারাজানা হকের বিদায়ে। ২৪ বলে মাত্র ৮ রান করে আউট হন তিনি। আরেক ওপেনার রুবিয়া হায়দার শুরুটা করেছিলেন ভালো, তবে ছন্দ ধরে রাখতে পারেননি। আউট হন ৫৯ বলে ৪৪ করে।

তিনে নামা শারমিন আক্তার করেন ৩৩ বলে ১৯ রান। এরপর জ্যোতি আউট হলে ২৭ ওভারে ১০৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। পরের ৬১ রান তুলতেই আরো ৫ উইকেটের পতন টাইগ্রেসদের।

যার পুরোটা অবদান সুবহানা মোস্তারির। একপাশ আগলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮০ বলে ৬৬ রান নিয়ে। তিনি ছাড়া শেষ ৬ জনের কেউ দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি।