পাকিস্তানের দেয়া ৮৯ রান তাড়া করতে নেমে ৭৫ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন জারিন তাসমিন লাবণ্য। এছাড়া ২ উইকেট শিকার করেন হাবিবা ইসলাম পিংকি।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের দেয়া ৮৯ রান তাড়া করতে নেমে ৭৫ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ
পাকিস্তানের দেয়া ৮৯ রান তাড়া করতে নেমে ৭৫ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ |সংগৃহীত

৮৯ রানের ছোট লক্ষ্য, দেখেশুনে খেললে জয় ছিল অবধারিত। তবে সহজ এই পথটাও পাড়ি দিতে পারল না বাংলাদেশের মেয়েরা, ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল তারা। অভাবনীয় হার দিয়ে শুরু হলো সিরিজ।

কক্সবাজার একাডেমি মাঠে বুধবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দল। তবে ঘরের মাঠে ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে ১৩ রানে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি পাকিস্তান। নিয়মিত উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। তবে সেই রানও করতে পারেনি জুনিয়র টাইগ্রেসরা।

রান তাড়ায় শুরু থেকেই হোঁচট খেতে থাকে বাংলাদেশ। মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একরকম ছিটকেই যায় তারা। তবে নির্জনা মন্ডল ২০ ও সাদিয়া আক্তার ১৬ রান করলে কিছুটা আশা জাগে জয়ের।

শেষ দিকে ববি খাতুন ১৩ রান করে দলকে আরো কিছুটা এগিয়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি স্বাগতিকরা। মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন শাহার বানু।

আগে ব্যাট করা পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ৩০ রান করেন অধিনায়ক ইমা নাসির। এছাড়া পাঁচ নম্বরে নেমে ২৩ বলে ২২ রান করেন আরিশা আনসারি। বাকিদের কেউ সুবিধা করতে পারেননি।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন জারিন তাসমিন লাবণ্য। এছাড়া ২ উইকেট শিকার করেন হাবিবা ইসলাম পিংকি।