ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। হাতছানি দিচ্ছে টানা পাঁচ টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। যে রেকর্ড আগে কখনো গড়া হয়নি টাইগারদের। চট্টগ্রামে ক্যারিবীয়দের যে কোনো ব্যবধানে সিরিজ হারাতে পারলেই এই কীর্তি গড়বে প্রথমবার।
সেই লক্ষ্যে আজ (সোমবার) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে লিটন দাসের দল। সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।
এর আগে ২০২২-২৩ মৌসুমে টানা চার সিরিজে আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। পরে পঞ্চম সিরিজে তারা ১-১ ব্যবধানে ড্র করেছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে।
সেবার টানা পাঁচ সিরিজ অপরাজিত থাকলেও, জয় ছিল চার সিরিজে। সেই রেকর্ড এবার ভাঙার সুযোগ বাংলাদেশের সামনে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত একাধিক ম্যাচের চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। যেখানে জয় পরাজয় সমান সমান। দুটিতে জিতেছে বাংলাদেশ, আর বাকি দুটিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আর ম্যাচের হিসেবে দুই দল ১৯ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে। যেখানে বাংলাদেশ ৮টি ও ক্যারিবীয়রা জেতে ৯টি ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়। গত ডিসেম্বরে শেষ দেখায় ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই ৩-০ তে ধবলধোলাই করে বাংলাদেশ।
এদিকে চলতি সফরে মিরপুরে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। ফলে আজ আত্মবিশ্বাসে টইটম্বুর হয়েই মাঠে নামবে টাইগাররা। যেখানে বড় স্বপ্ন দেখাচ্ছেন ব্যাটসম্যানরা।
দেশের ইতিহাসে এ বছর সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছে বাংলাদেশ। দলের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডের তালিকায় থাকা প্রথম তিনজনের সবাই কীর্তিটা গড়েছেন এ বছর।
তানজিদ ২১ ম্যাচে ৩০টি ও পারভেজ হোসেন ১৯ ম্যাচে ২৮টি ছক্কা মেরেছেন। আর সাইফ হাসান মাত্র ১০ ম্যাচেই ২৪ ছক্কা মেরে তিনি আছেন ৩ নম্বরে। সাগরিকার রান প্রসবা উইকেটে আজ তাই তাদের দিকেই চেয়ে থাকবে দল।
এদিকে পুরো বিপরীত অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। ভাঙা-গড়ার মাঝে থাকা ক্যারিবীয়রা ছুটছে উল্টো রথে। গত বছর আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর টানা ৮টি সিরিজে হেরেছে তারা।
সর্বশেষ স্মৃতিটা ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় লজ্জার। আরব আমিরাতে হওয়া সিরিজে দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা হেরেছে সহযোগী সদস্য দেশ নেপালের কাছেও।



