আগের ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও বল হাতে দারুণ করেছিলেন বোলাররা। তবে আজ পরিবর্তন আসে বোলিং লাইনআপেও, সুযোগ মেলে নাহিদ রানা ও হাসান মাহমুদের। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তারা।
প্রথম উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ১৬ ওভারের শেষ পর্যন্ত। তিন অঙ্কের দোরগোড়ায় গিয়ে প্রথমবার উদযাপনের উপলক্ষ পায় টাইগাররা। দলকে ৯৯ রানে রেখে ফেরেন রাহমানুল্লাহ গুরবাজ।
৪৪ বলে ৪২ রান করা গুরবাজকে ফেরান তানভীর ইসলাম। তবে আরেক ওপেনার ইবরাহিম জাদরান ছুটছেন নিজের মতো। ইতোমধ্যেই তুলে নিয়েছেন ফিফটি। ব্যাট করছেন ৬৭ বলে ৫৩ রানে।
অবশ্য শুরুতেই ইবরাহীমকে ফেরানোর সুযোগ এসেছিল, ৩য় ওভারে নাহিদ রানার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন তিনি। তবে সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি নাইম শেখ।
পরে আবার সুযোগ এসেছিল। ১২তম ওভারে মিরাজের বলে উড়িয়ে মেরেছিলেন ইবরাহিম, তবে এবার ক্যাচ নিতে পারেননি শামিম পাটোয়ারি। দুই-দুইবার জীবন পেয়ে বেশ ভোগাচ্ছেন তিনি।
এই মুহূর্তে আফগানিস্তানের সংগ্রহ ২০ ওভার শেষে ১ উইকেটে ১১৩ রান। ইবরাহিমের সাথে ৪ রান নিয়ে মাঠে সেদিকুল্লাহ আতাল।