নিলামের শুরুতেই ক্যামেরন গ্রিনের বাজিমাত! ভেঙে দিয়েছেন আইপিএলের পুরনো রেকর্ড। গত ১৮ বছরের রেকর্ড ভেঙে বিদেশীদের মাঝে সর্বোচ্চ দাম পেলেন এই অজি অলরাউন্ডার। তাকে দলে নিয়েছে কলকাতা।
আজ মঙ্গলবার আবুধাবিতে বসছে আইপিএলের মিনি নিলাম। এক দিনের এই হাটে চলছে প্লেয়ার বেচা-কেনার কারবার। মোট ৩৫০ জন ক্রিকেটার আছেন বিক্রি হওয়ার অপেক্ষায়। যেখানে আছেন বাংলাদেশেরও সাতজন।
নিলামে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি। তাকে কেনার লড়াইয়ে নেমেছিল তিনটি ফ্র্যাঞ্চাইজি- কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।
মুম্বাই ইন্ডিয়ানস তার ভিত্তি মূল্য ডেকে লড়াইয়ে আর অংশ নেয়নি। শুরু হয় কলকাতা ও রাজস্থানের লড়াই। দুই দলের টানাটানিতে দাম ওঠে ১৩ কোটি ৬০ লাখ রুপি। এই পর্যায়ে রাজস্থান সরে আসে লড়াই থেকে।
কলকাতাকে ঠেকাতে এরপর অংশ নেয় চেন্নাই। যেখানে কলকাতাই জয়ী হয়। যেখানে ২৫ কোটি ২০ লাখ রুপি দাম পেয়েছেন ক্যামেরন গ্রিন। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে যা যেকোনো বিদেশীর সর্বোচ্চ মূল্য।
সবশেষ ২০২৪ সালে রেকর্ডটি দখলে নিয়েছিলেন আরেক অজি মিচেল স্টার্ক। তাকে দলে ভেড়াতে ২৪ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছিল কলকাতা। গ্রিন অবশ্য অল্পের জন্য ইতিহাস গড়তে পারেননি।
দেশী-বিদেশী মিলিয়ে আইপিএলের নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৭ কোটি রুপি দাম পেয়েছেন রিশাভ পান্ত। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারকে গত নিলামে ২৭ রুপি খরচে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
আইপিএল নিলামের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন শ্রেয়াস আইয়ার। গত নিলামে ২৬ কোটি ৭৫ লাখ রুপি খরচে তাকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। এ তালিকায় স্টার্ককে সরিয়ে এখন তিনে ক্যামেরন গ্রিন।



