হংকংয়ের বিপক্ষে বড়সড় জয়টা প্রত্যাশিতই ছিল, তবে হাবিবুর রহমান সোহান যা করেছেন তা ছিল অপ্রত্যাশিত। অবিশ্বাস্য ব্যাটিংয়ে বিধ্বস্ত করেছেন প্রতিপক্ষকে, রেকর্ড বই তছনছ করে তুলে নিয়েছেন বিধ্বংসী সেঞ্চুরি। মরুর বুকে ঝড় তুলে মাত্র ১৪ বলে ফিফটির পর ৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সোহান। তাতেই গড়েন নতুন ইতিহাস! বাংলাদেশের হয়ে এটিই দ্রুততম ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড। এছাড়া চারে নেমে ঝড় তুলেন অধিনায়ক আকবর আলী। মাত্র ১৩ বলে ৬ ছক্কায় করেন ৪১* রান। সোহান-আকবরের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ৮ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।
আজ শনিবার এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দোহায় হংকংয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। আগে ব্যাট করে যেখানে ৮ উইকেটে ১৬৭ রান করে হংকং। বিপরীতে ৯ ওভার হাতে রেখেই লক্ষ্য পাড়ি দেয় টাইগাররা।
রান তাড়ায় জিশান আলমকে নিয়ে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ৩টি ছক্কা মারেন সোহান। পরের ওভারে টানা ৩ চার ও ১টি ছক্কা হাঁকান। তৃতীয় ওভারেও হাঁকান একটি ছক্কা। তাতেই ১৪ বলে হয়ে যায় তার ফিফটি।
পরের ওভারে দুই চারের সাথে দু’টি ছক্কা মেরে দেন সোহান। এরপরো থামার নাম নেননি। পঞ্চম ওভারে আতিকের শেষ তিন বলে চারের পর দু’টি ছক্কা মেরে মাত্র ২৪ বলে ৮৮ রানে পৌঁছে যান তিনি।
দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড থেকে তখন তিনি মাত্র ২ বল দূরে। দুই বলে ১২ রান নিতে পারলেই বনে যেতেন বিশ্বের দ্রুততম সেঞ্চুরিয়ান। তিন বলে সেটা করতে পারলেও যৌথভাবে সবার উপরে থাকতেন তিনি।
তবে সোহান তা করতে পারেননি, সেঞ্চুরি পেতে তাকে খেলতে হয়েছে ৩৫ বল। তবে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দখলে নেন তিনি। ছাড়িয়ে গেছেন পারভেজ ইমনকে। ২০২০ বিপিএলে ৪২ বলে সেঞ্চুরি করেন ইমন।
শেষ পর্যন্ত ৮ চার ও ১০ ছক্কায় ৩৫ বলে ঠিক ১০০ রানেই অপরাজিত থাকেন ২৬ ছুঁইছুঁই ওপেনার। মাঝে পাওয়ার প্লেতে ১০৭ রান তোলার পর আউট হন জিশান (২০), দ্রুত ফেরেন জাওয়াদ আবরারও (২)।
চারে নেমে ঝড় তুলেন অধিনায়ক আকবর আলী। মাত্র ১৩ বলে ৬ ছক্কায় করেন ৪১* রান। যেখানে জয় নিশ্চিত করতে কিনচিত শাহের ১১তম ওভারের শেষ ৫ বলে হাঁকান টানা ৫ ছক্কা। ৯ ওভার হাতে রেখেই জিতে যায় দল।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে বাবর হায়াতের ৪৯ বলে ৬৩, ওয়াসিম মুর্ত্তজার ২২ বলে ৪০ রানে ভর করে ৮ উইকেটে ১৬৭ রান করে হংকং। বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট নেন মেহরাব হোসেন ও রিপন মণ্ডল।
এই জয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সে শুভ সূচনা করল বাংলাদেশ ‘এ’ দল।



