অবশেষে জয় হচ্ছে ক্রিকেটারদের। মেনে নেয়া হচ্ছে তাদের দাবি। বিসিবির সব দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে নাজমুল ইসলামকে। তোকে বাদ দেয়া হচ্ছে অর্থ কমিটির প্রধানের পদ থেকে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। কিছুক্ষণের মধ্যেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা।
যদিও পরিচালক পদে এখনো আছেন তিনি। কেননা বিসিবির নিয়ম অনুযায়ী কাউকে পদশূন্য করার এখতিয়ার বিসিবির নেই। এমতাবস্থায় সেচ্ছায় নাজমুলের পদত্যাগ করা ছাড়া আর উপায় নেই।
উল্লেখ্য, ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে গতরাতে (বুধবার) তার পদত্যাগ চেয়ে বসে কোয়াব। অন্যথায় সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেন খেলোয়াড়েরা।
এরপর নড়েচড়ে বসে ক্রিকেট বোর্ড। বিপিএল চলাকালীন ক্রিকেটারদের এমন কড়া সিদ্ধান্ত ভয় পাইয়ে দেয় তাদের। এমতাবস্থায় মধ্যরাতে ক্রিকেটারদের সাথে জরুরি সভায় বসে বিসিবি। তবে সমস্যা সমাধান হয়নি।
এমতাবস্থায় আজ বিপিএলের খেলাও মাঠে গড়ায়নি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মাঠে আসেননি ক্রিকেটাররা। উল্টো সংবাদ সম্মেলন ডেকে জানান নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা।



