জোড়া ফিফটিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের লক্ষ্য দিলো টাইগ্রেসরা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছে বড় রানের পুঁজি। বিশাখাপত্তনমে টসে জিতে আগে ব্যাট করে ২৩২ রান তুলেছে টাইগ্রেসরা। যা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩২ রান তুলেছে টাইগ্রেসরা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩২ রান তুলেছে টাইগ্রেসরা |সংগৃহীত

আগের ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছে বড় রানের পুঁজি। বিশাখাপত্তনমে টসে জিতে আগে ব্যাট করে ২৩২ রান তুলেছে টাইগ্রেসরা। যা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ফলে প্রোটিয়াদের বিপক্ষে সোমবার (১৩ অক্টোবর) শুরু থেকেই ছিল সতর্ক। উদ্বোধনী জুটিতেই যোগ করে ৫৩ রান, যদিও খরচ হয় ১৬ ওভার।

১৭ ওভারের প্রথম বলেই আউট হন রুবিয়া হায়দার, ৫২ বলে ২৫ রান করে আউট হন তিনি। বড় হয়নি আরেক ওপেনার ফারাজানা হকের ইনিংসও, ৭৬ বল খেলে ৩০ রান নিয়ে আউট হন। ২৫ ওভার শেষে স্কোর ৭৩/২।

উইকেট না হারালেও প্রথম ২৫ ওভারে ছিল না রানের গতি। যা তৃতীয় উইকেট জুটিতে বাড়ানোর চেষ্টা করেন নিগার সুলতানা জ্যেতি ও শারমিন আক্তার। দু’জনের জুটিতে আসে ৯০ বলে ৭৭ রান।

৪০ ওভার শেষে ১৫০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ, জ্যোতি ফিরেন ৪২ বলে ৩২ রান করে। তবে ফিফটি তুলে নেন শারমিন, যদিও ইনিংস এরপর আর বড় হয়নি। রান আউট হয়ে ফেরেন ৭৭ বলে ৫০ করে।

এরপর রানের গতি বাড়ান স্বর্ণা আক্তার। মাত্র ৩৪ বলে তুলে নেন ফিফটি। যা দেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম ফিফটি। যেখানে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। তার আগে দেশের হয়ে আর কেউ এক ম্যাচে তিনটি ছক্কা মারতে পারেননি।

স্বর্ণা অপরাজিত থাকেন ৩৫ বলে ৫১ রানে। সুবহানা মুস্তারি (৯) ও রাবেয়া খান (০) দ্রুত ফিরলেও ৮ বলে ১৯* রান তুলেন রিতু মণি। দু’জনের ১৮ বলের জুটিতে আসে ৩৭ রান। যা বাংলাদেশকে এনে দেয় ৬ উইকেটে ২৩২ রানের সংগ্রহ।

ওয়ানডে বিশ্বকাপে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০২২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তারা করেছিলে ৭ উইকেটে ২৩৪ রান।