সিংহাসন হারালেন সাকিব আল হাসান, বাংলাদেশের টি-টোয়েন্টির ‘রাজা’ এখন লিটন দাস। ব্যাট হাতে শ্রেষ্ঠত্বের রাজমুকুট দখলে নিয়েছেন তিনি। বনে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে ফিফটির রেকর্ডে সাকিব আল হাসানকে ছাড়িয়েছেন লিটন দাস। চলতি এশিয়া কাপে ছক্কায় তিনি পেছনে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদকে।
এবার রানের হিসেবেও সাকিবকে টপকে চূড়ায় উঠে গেছেন বাংলাদেশ অধিনায়ক। ১১৪ ম্যাচ ও ১১২ ইনিংসের ক্যারিয়ারে সাকিবকে ছাড়িয়ে তার সংগ্রহ এখন ২ হাজার ৫৫৬ রান।
যেখানে অলিখিত অবসরের আগে ১২৯ ম্যাচ ও ১২৭ ইনিংসে ২ হাজার ৫৫১ রান করেছেন দেশের সর্বকালের সেরা ক্রিকেটার। লিটন, সাকিব ও মাহমুদউল্লাহ ছাড়া বাংলাদেশের আর কারো নেই ২ হাজার রান।
সাকিবের চেয়ে ১৮ রান পিছিয়ে থেকে শনিবার এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি শুরু করেন লিটন। ষষ্ঠ ওভারে দুশমন্থ চামিরার বলে বাউন্ডারি মেরে সাবেক অধিনায়ককে সরিয়ে সিংহাসনে বসেন বাংলাদেশ অধিনায়ক।
এছাড়া মাহমুদউল্লাহর ৭৭ ছক্কা টপকে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার মালিক লিটন, তার ছক্কা সংখ্যা এখন ৭৮। এছাড়া সাকিবের ১৩ ফিফটির রেকর্ড ভেঙে ১৫টি ফিফটি নিয়ে সবার উপরে আছেন লিটন।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড রোহিত শর্মার। ১৫১ ইনিংসে করেছেন ৪ হাজার ২৩১ রান। আর পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম, ১২১ ইনিংসে করেন ৪ হাজার ২২৩ রান।