আগে ব্যাট করে রান পাহাড়ই গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে ২২১ রান মোটেও সহজ লক্ষ্য নয়। তবে এই রান হেসেখেলেই পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে সুপার স্পোর্ট পার্কে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেট আর ১৫ বল হাতে রেখে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সাথে ১ ম্যাচ হারে রেখে নিশ্চিত করেছে সিরিজও।
জয়ের নায়ক কুইন্টন ডি কক। প্রায় তিন বছর পর ঘরের মাঠে টি-টোয়েন্টি খেলতে নেমে দর্শকদের আনন্দেই মাতিয়েছেন তিনি। ৪৪ বলে সেঞ্চুরি তুলে নিয়ে থামেন ৪৯ বলে ১১৫ রান করে।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। যেখানে টসে হেরে অবশ্য আগে ব্যাট করে বড় পুঁজিই পায় ক্যারিবীয়রা। ব্রেন্ডন কিং ৩০ বলে ৪৯, সিমরন হেটমায়ার ৪২ বলে ৭৫ ও শেষদিকে শেরফান রাদারফোর্ড ২৪ বলে খেলেন ৫৭ রানের ইনিংস। তাতে ৪ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।
রান তাড়ায় ডি ককের ৬ চার ও ১০ ছক্কার ইনিংসের পর বাকিটা সামলে নেন রায়ান রিকেলটন। ৩৬ বলে হার না মানা ৭৭ রান আসে তার ব্যাট থেকে। কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনের ৭২ বলের ১৬২ রানের জুটি জয়কে সহজ করে দেয়। অবশেষে ১৭.৩ বলে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।



