গ্রিভস-রোচের অবিশ্বাস্য জুটিতে অবিস্মরণীয় ড্র ওয়েস্ট ইন্ডিজের

জাস্টিন গ্রিভসের ডাবল সেঞ্চুরি ও রোচের ঐতিহাসিক প্রতিরোধে ৫৩১ রানের লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে ৪৫৭ তুলে অসাধারণ ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ; টেস্টের চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান।

নয়া দিগন্ত অনলাইন
গ্রিভস-রোচের অবিশ্বাস্য জুটিতে নিউজিল্যান্ডের সাথে ড্র ওয়েস্ট ইন্ডিজের
গ্রিভস-রোচের অবিশ্বাস্য জুটিতে নিউজিল্যান্ডের সাথে ড্র ওয়েস্ট ইন্ডিজের |সংগৃহীত

ক্রাইস্টচার্চ টেস্টে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে তারা যা করেছে, তা জয়েরই সমান। জাস্টিন গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৫৭ রান তোলে ম্যাচটা ড্র করেছে তারা। টেস্ট ইতিহাসের চতুর্থ ইনিংসে যা দ্বিতীয় সর্বোচ্চ রান!

অথচ ৫৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুক্রবার চতুর্থ দিনে মাত্র ৭২ রানেই ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখান থেকে শাই হোপ ও জাস্টিন গ্রিভস গড়েন ১৯৬ রানের জুটি।

আজ শনিবার পঞ্চম দিনে ১৪০ রানে করে হোপ আউট হলে ভাঙে জুটি। দলীয় ২৭৭ রানে ফেরেন কেভিন ইমালচও (৪)। তবে এরপর যা হয়েছে, সেটা একেবারেই অবিশ্বাস্য! কেমার রোচকে নিয়ে গ্রিভস ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন, দুজনে মিলে খেলেন ৪১০ বল!

ক্যারিয়ারের প্রথম ফিফটি করার পর টানা ৭২ বলে কোনো রান নেননি রোচ। সব মিলিয়ে তিনি অপরাজিত থাকেন ২৩৩ বলে ৫৮ রান নিয়ে। আর এই টেস্টের আগে ২২ ইনিংসে ২২ গড়ে রান করা গ্রিভস অপরাজিত থাকেন ৩৮৮ বলে ২০২ রানে!

টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ও সব মিলিয়ে সপ্তম ব্যাটার এখন গ্রিভস।

তাতেই ৬ উইকেটে ৪৫৭ রান তোলে ম্যাচটা ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। ছিল জয়ের সম্ভাবনাও। শেষ ৩৩ ওভারে ১৩২ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের, হাতে ছিল ৪ উইকেট। কিন্তু গ্রিভস ও রোচ সেই ঝুঁকি নেননি।

এর আগে, মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ক্রাইস্টচার্চে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক নিউজিল্যান্ড। যেখানে আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ২৩১ রান করে নিউজিল্যান্ড।

বিপরীতে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা গুটিয়ে যায় ১৬৭ রানে। ৬৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকেরা আরো যোগ করে ৮ উইকেটে ৪৬৬ রান। জয়ের জন্য ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়ায় ৫৩১ রান।

তবে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজ এরপর যে ১৬৩.৩ ওভার ব্যাটিং করে ৪৫৭ রান নিয়ে টেস্ট ড্র করবে, সেটা হয়তো কল্পনাও করেনি কেউ।

চতুর্থ ইনিংসে এত রান কেবল এসেছিল ১৯৩৯ সালে। সেবার ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৬৫৪ রান করেছিল। তবে সেটা ছিল টাইমলেস টেস্ট। জানা যায়, সেই ম্যাচ ড্র হয় ১০ দিনের মাথায়।