আবারো বিতর্কের মুখে তামিম ইকবাল। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় বিসিবির ‘সমালোচনা’ করে প্রশ্নবিদ্ধ তিনি। অন্যদিকে এ ইস্যুতে তামিমকে নিয়ে কড়া মন্তব্য করে বসেছেন বিসিবির একজন পরিচালক। তাকে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করেন তিনি।
নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। আইসিসির কাছে জানিয়েছে বিকল্প ভেন্যুর আবেদন। এমনকি দাবি না মানলে দিয়েছে বিশ্বকাপ বয়কটের হুমকিও।
তবে এমন সিদ্ধান্তে পুরোপুরি সহমত নন তামিম ইকবাল। যা নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে মন্তব্য করে বসেন তামিম। বলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে দেশের ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নিতাম।’
যেখানে তিনি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সমালোচনা করে বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ অর্থ আইসিসি থেকেই আসে। সবকিছু বিবেচনা করে যেটায় বাংলাদেশ ক্রিকেটের সহায়তা হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে।’
তামিমের এমন নমনীয় বক্তব্য ভালোভাবে নেননি বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তামিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় নিজের ফেসবুকে কড়া মন্তব্য করেন তিনি।
তামিমের বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে নাজমুল ইসলাম ফেসবুকে লেখেন, এইবার আরো একজন পরিক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।
পোস্টটি দীর্ঘ সময় তার পাতায় থাকলেও পরে তা অবশ্য নাজমুল সরিয়ে দেন। তবে ততক্ষণে সেই পোস্ট ছড়িয়ে পড়ে ক্রিকেট পাড়ায়। যা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সমর্থকেরা কথা বলছেন পক্ষে-বিপক্ষে।
কেউ নাজমুলের পাশে দাঁড়িয়ে তার সৎ সাহসের প্রশংসা করছেন। কেউ আবার তার সমালোচনা করছেন। তারা প্রশ্ন তুলছেন প্রায় দেড় যুগ জাতীয় দলে খেলা একজন সাবেক অধিনায়ককে নিয়ে এভাবে প্রকাশ্যে মন্তব্য করায়।



