বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো হংকং

হঠাৎ ঘুরে দাঁড়ায় হংকং। ছুটতে থাকে চ্যালেঞ্জিং পুঁজির টার্গেটে। তবে শেষ দিকে দ্রুত কিছু উইকেট হারালে দেড় শ’র আগেই থামে তাদের ইনিংস।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো হংকং
বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো হংকং |নয়া দিগন্ত

হঠাৎ ঘুরে দাঁড়ায় হংকং। তাসকিনদের দেখে শুনে সামলাতে থাকে, ১৫ ওভারে পেরিয়ে যায় তিন অঙ্কের গণ্ডি। ছুটতে চ্যালেঞ্জিং পুঁজির টার্গেটে। তবে শেষ দিকে দ্রুত কিছু উইকেট হারালে দেড় শ’র আগেই থামে তাদের ইনিংস।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা, মুখোমুখি হয় হংকংয়ের। আবুধাবিতে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান করে হংকং।

শুরুতে যদিও হংকংকে চেপে ধরেছিল বাংলাদেশ, যাওয়ার প্লেতে ৩০ রানে জোড়া উইকেট তুলে নেয় তাদের। তবে এরপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে হংকং। বাজে ফিল্ডিং ভোগাতে দলকে।

প্রথম ওভারেই উদযাপনের সুযোগ এনে দিয়েছিলেন শেখ মেহেদী, তবে পূর্ণতা পায়নি। আম্পায়ার্স কলে এলবিডব্লু থেকে বেঁচে যান জিশান আলি। তবে পরের ওভারেই উপলক্ষ পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ। এই পেসারের নিচু হওয়া লেংথ ডেলিভারিতে সোজা ব্যাটে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন আনশুমান রাঠ।

আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে তাকে ফেরায় বাংলাদেশ। ৭ রানে ভাঙে হংকংয়ের উদ্বোধনী জুটি। ৪.৪ ওভারে ৩০ রানে ২ উইকেট হারায় হংকং। এবার উইকেট নেন তানজিম সাকিব।

ভয়ংকর হয়ে উঠার আগেই বাবর হায়াতকে ফেরান তিনি। দারুণ এক ডেলিভারিতে স্ট্যাম্প ভেঙে দিয়েছেন তার। অথচ আগের বলেই ছক্কা হাঁকিয়েছিলেন এই ব্যাটার। ১২ বলে ১৪ রানে ফেরেন বাবর।

এরপর জিশান আলী ও নিজাকাত খান মিলে ৪১ বলে যোগ করেন ৪১ রান। এই জুটি ভাঙে ১১.৩ ওভারে ৭১ রানে। জিশান ফেরেন সাকিবের দ্বিতীয় শিকার হয়ে ৩৪ বলে ৩০ করে। তবে ততক্ষণে ভিত পেয়ে গেছে দলটা।

নিজাকাত এরপর জুটি গড়েন ওয়াসিম মুর্তজার সাথে। বেশ জমে উঠে জুটি, ৩৪ বলে ৪৬ রান যোগ করেন তারা। ওয়াসিম ১৯ বলে ২৮ রান আউট হলে ভাঙে জুটি। নিজাকাত ফেরেন ১৯ তম ওভারে এসে।

রিশাদের বলে নিজাকাত ক্যাচ দিয়ে ফেরেন ৪০ বলে ৪২ করে। পরের বলেই কিঞ্চিৎ শাহকেও (০) ফেরান রিশাদ। শেষ ওভারে তাসকিন নেন আরো একটা উইকেট। তাতে ৭ উইকেটে ১৪৩ রানে থামে হংকং।

তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও রিশাদ হোসেন নেন জোড়া উইকেট করে।